দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পরপর এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি-র কাছে হারের পর আজ শনিবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু জেতার জন্য কোনও নতুন পরিকল্পনা তুলে আনার ক্ষেত্রে বেশ কিছু বিষয় বাধা হয়ে দাঁড়াচ্ছে লাল-হলুদ কোচ রবি ফাওলারের কাছে। একজন বিদেশি নেওয়ার কথা ভাবলেও নানা কারণে সেই সিদ্ধান্ত ঝুলে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হল তড়িঘড়ি করে যাকেই যিনিই আসুন না কেন, তাঁকে কোয়ারেন্টিনে থাকতে হবে একটা নির্দিষ্ট সময় অবধি।
এইমুহূর্তে লিগ তালিকার তিন নম্বরে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, আর ইস্টবেঙ্গল লিগ টেবিলের সবচেয়ে নিচে। এই নিয়ে শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফাউলার বলেন যে সবার পরে তারা প্রস্তুতি শুরু করেছেন। ফলে এখনও ঠিকমতো বোঝাপড়া গড়ে ওঠেনি ফুটবলারদের মধ্যে। দলের চোট আঘাত নিয়েও মুখ খুলেছেন ফাওলার। অ্যারণ আমাদী হ্যালওয়ে দ্রুতই মাঠে ফিরবেন বলে জানিয়েছেন। ফক্স ও লোকেনের চোটের অবস্থা সম্পর্কে দ্রুতই জানানো হবে ক্লাব থেকে।
নতুন বিদেশি আনা নিয়ে এখনও ধন্দে ফাওলার। একজন বিদেশি নাম্বার নাইন যে দলে প্রয়োজন তা স্বীকার করে নিয়েছেন তিনি। তবে ভালো স্ট্রাইকার আসলেই যে জিততে শুরু করবেন এমনটাও মনে করেন না লিভারপুল কিংবদন্তি। আবার তাকে শুধু সই করালেই হবে না, এখানে নিয়ে এসে দুই সপ্তাহের কোয়ারান্টাইনে রাখতে হবে। তার পরে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। ব্যাপারটা সময়সাপেক্ষ। তাই নিজের হাতে থাকা রিসোর্সকে কাজে লাগিয়েই এইমুহূর্তে সমস্যা সমাধানের চেষ্টায় লাল হলুদ কোচ।