25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    অলরাউন্ডার জাদেজার বদলে বোলার চাহালকে কনকাশন সাবস্টিটিউট করা কি উচিত? ম্যাচ হেরে প্রশ্ন অনরিখেসের!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ হারের পর কনকাশন নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মজেস অনরিখস। কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্যানবেরায় টসে হেরে প্রথমে ব্যাটিং নিয়েছিল ভারতীয় দল। কে এল রাহুলের দুরন্ত অর্ধশত রান সত্বেও এদিন ইনিংসের মধ্য পর্বে বেশ সমস্যায় পড়েছিল টিম ইন্ডিয়া। ৯৭ রানের মধ্যেই দ্রুত অর্ধেক দলকে হারিয়ে ফেলে তারা। এরপর দায়িত্ব ছিল আবার সেই ত্রাতা যুগলবন্দি হার্দিক এবং জাদেজার উপর। যদিও কাল সেভাবে জাদেজার সঙ্গ দিতে পারেননি হার্দিক। মাত্র ১৬ রান করেই অনরিখেসের শিকারে পরিণত হন তিনি।

    এরপর এই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন স্যার রবীন্দ্র জাদেজা। এই রাজপুত ব্যাটসম্যানের মাত্র ২৩ বলে তৈরি ৪৪ ইরানের অসামান্য ইনিংসের দৌলতেই ১৬১ রানের সম্মানজনক স্কোর খাড়া করে টিম ইন্ডিয়া। কিন্তু ২০ তম ওভারে স্টার্কের বল সোজা এসে লাগে জাদেজার হেলমেটে। বাকি ম্যাচে ব্যাট করলেও এদিন আর বোলিংয়ের জন্য মাঠে নামতে পারেননি টিম ইন্ডিয়ার এই দুরন্ত অলরাউন্ডার। কনকাশন সাবস্টিটিউট হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয় চাহালকে। কামাল করেন তিনিও, ফিঞ্চ স্মিথ এবং ওয়েডের মত তিনজন দুরন্ত ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ম্যাচ ভারতের পক্ষে বদলে দেন এই লেগ স্পিনার।

    ফলতো ১১ রানে হার সহ্য করতে হয় টিম অস্ট্রেলিয়াকে। এরপর এই সাংবাদিক বৈঠকে কনকাশন নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন অনরিখেস।তিনি বলেন,”কনকাশন নিয়ম সম্পর্কে আমার কিছু বলার নেই। একজন খেলোয়াড়ের মাথায় চোট লাগলে অবশ্যই চিকিৎসকের মতামত অনুযায়ী তাকে পরিবর্তন করা দরকার। কিন্তু আমার প্রশ্ন হল একজন অলরাউন্ডারের পরিবর্তে দলে একজন সম্পূর্ণ বোলারকে কিভাবে পরিবর্ত খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করা যায়।”

    আসলে অনরিখেসের লক্ষ্য যে চাহাল এ আর নতুন করে বলে দিতে হয় না। একথা ঠিক যে রবীন্দ্র জাদেজা একজন অলরাউন্ডার এবং চাহাল মূলত একজন বোলার।তাই পরিবর্ত খেলোয়াড় হিসেবে তাকে অন্তর্ভুক্ত করায় অনেকটাই সুবিধা পেয়েছে ভারতীয় দল। কিন্তু এ কথা মাথায় রাখতে হবে যে বোলার হিসেবে যথেষ্ট দক্ষ রবীন্দ্র জাদেজা। মূলত বোলিং অলরাউন্ডার হিসেবেই দলে স্থান করে নিয়েছেন তিনি। সেক্ষেত্রে তার বদলে চাহালের সাবস্টিটিউট করে কোহলি কোন বাড়তি সুবিধা নিয়েছেন কিনা, সে নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে প্রথম ম্যাচে হেরে কনকাশন সাবস্টিটিউট নিয়ে যে খুশি নয় অস্ট্রেলিয়া দল তা বুঝতে কোনো অসুবিধা হলো না।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...