দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নতুন ইতিহাস তৈরি করলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। তাদের সদ্য সমাপ্ত কাউন্সিলের বৈঠকে প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে গর্ভাবস্থায় থাকাকালীন ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাবেন সারা বিশ্বের মহিলা ফুটবলাররা। সেই নির্দিষ্ট সময়ের পর ওই মহিলা ফুটবলারকে আবার দলে নিতে বাধ্য থাকবে তার সাথে চুক্তিবদ্ধ ক্লাব। ফিফা একটি বিবৃতিতে জানিয়েছে -“ফুটবলাররাই এই মহান খেলার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। তাদের কেরিয়ারের পথকে সুগম করে তুলতেই এই নিয়ম আনা হয়েছে।”
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একটি ভিডিও টুইট করে জানিয়েছেন যে এই নিয়ম আসার ফলে মহিলা ফুটবলারদের তাদের কেরিয়ার সম্পর্কে চিন্তা কমবে। ফলে অনেক খোলামনে পারফরম্যান্স করতে পারবেন তারা। মহিলা ফুটবলের বিকাশে যুগান্তকারী হয়ে উঠতে চলেছে এই নিয়ম। খুব বেশি খোলসা করে না বললেও তিনি এটাও জানিয়েছেন মহিলা ফুটবলারদের পাশাপাশি মহিলা ফুটবল কোচেরাও এই নিয়মের সুবিধা পাবেন।
১৪ মাসের এই সময়ে এক ফুটবলার তার ক্লাবের সাথে যে অংকের টাকার চুক্তি ছিল তার দুই তৃতীয়াংশ পেতে থাকবেন। ক্লাবগুলিকে স্পষ্ট বার্তা দিয়ে ফিফা জানিয়েছে যে এই সময় যেন ওই নির্দিষ্ট ফুটবলারকে ক্লাবের তরফ থেকে সৃষ্ট কোনও অসুবিধায় না পড়তে হয়। পরবর্তী ফিফা কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১৯শে মার্চ। সেখানে এই সিদ্ধান্তর ফলাফল পর্যালোচনা করে দেখা হবে।
FIFA, Woman’s Football, Gianni Infantino