দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গত ম্যাচের উত্তেজনাপূর্ণ জয়ের পর কাল আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও কোহলি বাহিনী কাল সাথে পাবে না গত ম্যাচের অন্যতম ত্রাতা রবীন্দ্র জাদেজাকে। কিন্তু একথা ঠিক যে জয়যাত্রা বজায় রাখতে কাল মরিয়া থাকবে মেন ইন ব্লু। কিন্তু মাথায় রাখতে হবে ক্যানবেরাতে ভারতীয় দলের ভাগ্য ফিরলেও গত দুটি একদিনের ম্যাচেই সিডনিতে লজ্জাজনক হার জুটেছে কোহলি বাহিনীর কপালে। অতীতে সিডনি ভারতীয় দলের কাছে অন্যতম পয়া মাঠ হলেও এবার কিন্তু কপাল পুড়েছে কোহলিদের।
ভারতের পক্ষে অবশ্য আশার খবর এইযে ২০১৮ সালের টি-টোয়েন্টি লড়াইয়ে এই সিডনিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল তারা।সেই ম্যাচে রান পেয়েছিলেন কিং কোহলিও। তার অপরাজিত ৬১ রানের ইনিংস এবং ক্রুনাল পান্ডেয়ার ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেবার সুবাদে সেবার অস্ট্রেলিয়াকে তাদের মাঠেই পরাস্ত করেছিল মেন ইন ব্লু। সেবার দলে ছিলেন না স্মিথ এবং ওয়ার্নার। ফলত নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটের বিনিময়ে কেবল ১৬৪ রানেই থেমে গিয়েছিল অজি বাহিনী এবং জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ৪১ এবং কোহলির ৬১ রানের ইনিংসের দৌলতে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।
তবে এবার ছবিটা অনেকটাই আলাদা ওয়ার্নার দলে না থাকলেও দলে ফিরেছেন স্মিথ। একদিনের সিরিজ থেকেই ধরা পড়েছে তার দুরন্ত ফর্ম। যদিও গত ম্যাচে তাকে দ্রুত ফিরিয়েছিলেন চাহাল কিন্তু কি কথা মাথায় রাখতে হবে সিডনিতে বড় রানের পাহাড় গড়তে চিরকালই দক্ষ ফিঞ্চ বাহিনী। কালকের ম্যাচে অবশ্য স্পিন কতটা প্রভাব ফেলে সেদিকে নজর থাকবে সকলেরই। অন্যদিকে নটরাজন, চাহার এবং শামিদের উপর থাকবে গুরুদায়িত্ব। অবশ্যই কালকের ম্যাচে বুমরাহকে দলে ফেড়ানো হয় কিনা সেটাও একটি লক্ষ্যণীয় বিষয়। কারণ গত ম্যাচে মোহাম্মদ শামিকে একেবারেই ছন্দে দেখা যায়নি। সেক্ষেত্রে কালকের মত সিরিজ ডিসাইডার ম্যাচে শামির জায়গায় দলে আসতে পারেন যশপ্রীত বুমরাহ। তাহলে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে একটু বিশ্রামও পাবেন তিনি।
একই সঙ্গে হেজেলউড এবং কোহলির ব্যাট বলের লড়াই দেখতেও কাল মুখিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। একদিনের সিরিজে কোহলিকে যথেষ্ট সমস্যার মুখে ফেলতে সমর্থ হয়েছেন এই অজি জোরে বোলার। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশের উপর গড়ে রান সংগ্রহকারী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যানকে কাল আরেকবার সাজঘরে ফেরাতে যে মুখিয়ে থাকবে হেজেলউড এ নিয়ে কোন সন্দেহ নেই। একইসঙ্গে দেখ দিয়ে নিজের জবাব দিতে প্রস্তুত থাকবেন কোহলিও। একদিনের সিরিজে রান পেলেও সেঞ্চুরির মুখ খুলতে পারেননি তিনি। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো সেঞ্চুরি অধরা এই ভারতীয় তারকার। তাই কোহলির ব্যাটে কাল যদি বড় রান আসে খুশির মাত্রা দ্বিগুণ হয়ে যাবে এ আর নতুন করে বলে দিতে হয় না।
অস্ট্রেলিয়া তরফে অবশ্য সিডনি খুবই পয়া মাঠ ফিঞ্চের জন্য। এর আগে একদিনের সিরিজেও এই মাঠে বড় রান পেয়েছেন তিনি। কালকে আবার সেই ঝলক দেখা যায় কিনা সেই আশাতেই এখন দিন গুনবে অস্ট্রেলীয় শিবির। শুধু ফিঞ্চ নয় ভারতের পথের কাঁটা হিসেবে রয়েছেন ম্যাক্সওয়েল,স্মিথ এবং অনরিকেসরাও। এছাড়া বোলিং বিভাগে জ্যাম্পা,স্টার্করাও যথেষ্ট প্রভাবিত করেছেন। যেই জিতুক কালকের ম্যাচে লড়াইয়ে হাড্ডাহাড্ডি এনিয়ে তাই কোনো দ্বিমত নেই।