দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃএবার আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল মোহনবাগান না থাকলেও তারচেয়ে মোহামেডান স্পোর্টিং, ইন্ডিয়ান অ্যারোজ, রিয়াল কাশ্মীর এবং পিয়ারলেসের মত দলগুলি। তাই একদিকে যখন লাল হলুদ সবুজ মেরুনের লড়াই নিয়ে মাতবে কলকাতা তখনই অন্যদিকে ফিলিপ আদজা, ফাতাও, ক্রোমাদের দেখতে টিভির পর্দায় অথবা খবরের কাগজের পাতায় চোখ রাখবেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। বিশেষত কোভিডের কারণে মাঠ যখন দর্শকশূন্য,তখন খেলার খবর রাখতে আরো অনেক বেশি প্রাসঙ্গিক সাংবাদিকদের যোগদান।
সেই কথা মাথায় রাখল আইএফএও।সেই কারণেই ১২৩ তম আইএফএ শিল্ডে প্রয়াত চিত্রসাংবাদিক রনি রায়ের স্মরণে ঘোষিত হল বিশেষ পুরস্কার।আইএফএ তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতার সেরা কোচকে দেওয়া হবে পিকে ব্যানার্জির নামাঙ্কিত ট্রফি। চুনী গোস্বামীর নামাঙ্কিত ট্রফি দেওয়া হবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে। প্রয়াত চিত্রসাংবাদিক রনি রায়ের নামাঙ্কিত ট্রফি দেওয়া হবে ফেয়ার ফেয়ার প্লের পুরস্কার হিসেবে। ইতিমধ্যেই আইএসএলে উত্তেজনাকে ঘিরে গরম হয়ে উঠেছে কলকাতা।
এরই মাঝে কাল থেকে শুরু হতে চলেছে আইএফএ শিল্ডের লড়াই। কলকাতার এই প্রেস্টিজিয়াস টুর্ণামেন্টে প্রয়াত চিত্রসাংবাদিক রনি রায়ের নামে পুরস্কার ঘোষণা যে ক্রীড়া সাংবাদিকদের জন্য গর্বের বিষয় এ নিয়ে কোন সন্দেহ নেই। আইএফএ শিল্ডে কাল রয়েছে চারটি দলের খেলা। এছাড়া যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেই ট্রফি এখন তাদের ঝুলিতে যায় সেই দিকেই তাকিয়ে রয়েছে কলকাতাবাসী।