দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রথম ম্যাচে হেরে চলতি মরশুমের আইএসএলে যাত্রা শুরু করেছিল মুম্বাই সিটি এফসি। কিন্তু তারপর থেকেই সার্জিও লোবেরা-কে কোচ করে নিয়ে আসার সুফল পেতে থাকে বাণিজ্য নগরীর ফুটবল দল। প্রথমে এফসি গোয়ার সাথে হাড্ডাহাড্ডি ম্যাচে জয়, তারপর আইএসএলের মঞ্চে নতুন দল এসসি ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিয়ে বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে মুম্বাই। কাল তাদের প্রতিপক্ষ খাতায় কলমে দূর্বল ওড়িশা এফসি। রবিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ।
চলতি আইএসএলে এখনও জয় পায়নি স্টুয়ার্ট ব্যাক্সটারের ওড়িশা। দুটি ম্যাচ হেরে একটি ড্র করে পয়েন্টস টেবিলের নিচের দিকে রয়েছে তারা। এবার তাদের সামনে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। গত ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দুর্দান্ত ডিফেন্সিভ পারফরম্যান্স দেখিয়েছিল ওড়িশা। যদিও শেষ মুহূর্তে রয় কৃষ্ণার গোল তাদের হাত থেকে নিশ্চিত এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল। আজ তারা মাঠে নামবে গত ম্যাচের ইতিবাচক দিকগুলিকে মনে রেখেই।
এখনও অবধি মুখোমুখি সাক্ষাতে মুম্বাইয়ের পাল্লা ভারী। নাম বদলে দিল্লি ডায়নামোজ থেকে ওড়িশাতে পরিণত হওয়ার আগে অবধি ম্যাচগুলি নিয়ে মুখোমুখি সাক্ষাতে ৫ বার জয় এসেছে মুম্বাইয়ের, ৪ টি ম্যাচে বাজি মেরেছি ওড়িশা।
মুম্বাই সিটি এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
অমরিন্দর সিং
রক্ষণ-
রাকিপ, সান্টানা, ফল, ভিগনেশ
মাঝমাঠ-
রাওলিন বর্জেস, আহমেদ জাহাহ, বিপিন সিং, হুগো বউমস, মন্দার রাও দেশাই
আক্রমণ-
অ্যাডাম লা ফন্দ্রে
ওড়িশা এফসি সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
কমলজিৎ সিং
রক্ষণ-
হেনরি অ্যান্টনী, জেকব ট্রাট, স্টিভেন টেলর, শুভম সারেঙ্গি
মাঝমাঠ-
কোল আলেকজান্ডার, গৌরব বেরা, মার্সেলিনো, নন্দ কুমার, লাইসরম সিং
আক্রমণ-
দিয়েগো মৌরিসিও