দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া নামতে চলেছে দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার লড়াইয়ে। গত ম্যাচে ক্যানবেরায় ১১ রানে অস্ট্রেলিয়াকে হারানোর পর ইতিমধ্যেই সিরিজে ১-০ লিডে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচ জিতে নিতে পারলে একদিনের সিরিজ হারার ক্ষতে কিছুটা প্রলেপ লাগাতে পারবে কোহলি বাহিনী। তাই আজকের ম্যাচ জিতে নিতে মরিয়া মেন ইন ব্লু । অন্যদিকে খারাপ খবর রয়েছে অস্ট্রেলিয়া শিবির তরফে।
একদিকে যেমন ভারতীয় দলের ক্ষেত্রে কনকাশন টেস্ট পাস করতে না পারার কারণে মাঠে নামতে পারবেন না স্যার জাদেজা। অন্যদিকে গত ম্যাচের পরে হিপ ইনজুরির কবলে পড়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চও।এই ম্যাচে তার খেলাও এখন অনেকটাই অনিশ্চিত। যদিও অস্ট্রেলিয়া দল তবে এখনও খোলসা করে কিছু জানানো হয়নি। কিন্তু বিশেষজ্ঞদের মতে চোট তেমন গভীর হলে টি-টোয়েন্টি সিরিজে ফিঞ্চকে নামানোর ঝুঁকি নাও নিতে পারে অজিশিবির।কারণ কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে টেস্ট সিরিজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিরিজে সম্পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চাইবে অস্ট্রেলিয়া দল।
সে ক্ষেত্রে সাদাবল সিরিজের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে আজ মাঠে না দেখা গেলে আশ্চর্যের কিছু নেই। অন্যদিকে জাদেজাকে হারানোর কারণে লোয়ার মিডল অর্ডারের ক্ষেত্রে সমস্যায় থাকবে ভারতীয় দলও। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় তা অবশ্য এখনও রয়েছে ধোঁয়াশার মধ্যেই। তবে ফিঞ্চ না থাকলে ওপেনিংয়ের শক্তি যে কিছুটা ম্রিয়মাণ হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।