দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারতে হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন কোচের দল এটিকে মোহনবাগানের কাছে। তারপরের দুটি ম্যাচে হারের মুখোমুখি না হলেও জয় আসেনি কেরালার দলের কাছে। তাই আজকে চলতি মরশুমের প্রথম জয়টি তুলে নিতে মরিয়া থাকবে কিবু ভিকুনার দল। যদিও তাদের সামনে রয়েছে জুয়ান ফার্নান্দোর গোয়া। তাই জয়ের রাস্তা একেবারেই মসৃন হবে না।
চলতি টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি এফসি গোয়াও। তাদের শুরুটা হয়েছিল বেঙ্গালুরু এফসির সাথে ২-২ ড্র করে। তারপরের ম্যাচে পূর্বতন কোচের দল মুম্বাই সিটি এফসির কাছে ০-১ ফলে পরাস্ত হতে হয়। তারপরের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পিছিয়ে গিয়েও ম্যাচ ড্র করেছিল তারা। এখনও অবধি টুর্নামেন্টে তাদের সবকটি গোলই করেছেন ইগর অ্যাঙ্গালু। তার কাছ থেকে আজও গোল চাইবেন জুয়ান ফার্নান্দো। দুই দলের ১২ বারের মুখোমুখি সাক্ষাতে ৮ বার জয় এসেছে গোয়ার পক্ষে। আজও সেই পরিসংখ্যানের পুনরাবৃত্তি করতে চান এফসি গোয়ার খেলোয়াড়রা।
এফ সি গোয়া সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
মহম্মদ নওয়াজ
রুক্ষণ-
শেরিটন ফার্নান্দেজ, অভিনব, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা
মাঝমাঠ-
আলবার্তো নগুয়েরা, লেনি রদ্রিগেজ, এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্দেজ,
আক্রমণ-
জর্জে অর্তিজ, ইগর অ্যাঙ্গালু
কেরালা ব্লাস্টার্স সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
অ্যালবিনো গোমস
রক্ষণ-
নিশু কুমার, বাঁকারী কোনে, কোস্তা, ধনচন্দ্র মিতেই
মাঝমাঠ-
রোহিত কুমার, ফাকুন্দো আবেল, সিডোনচা
আক্রমণ-
নঙদম্বা নাওরেম, গ্যারি হুপার, সত্যসেম সিং