দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। মূলত আমেরিকার মেজর লিগে অংশ নিতেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন এই তারকা অলরাউন্ডার। ৩০ বছর বয়সী কোরি সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন ২০১৮ সালে। তারপর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে পারেননি তিনি। নিজের নিউজিল্যান্ড দলের সাথে কাটানো দিনগুলিকে বড় গর্বের বিষয় বলে জানান তিনি।
এই অলরাউন্ডার বলেন,” নিউজিল্যান্ডের খেলা আমার কাছে একটি গর্বের বিষয়।আমি হয়তো আরো খেলতে চেয়েছিলাম। তবে কখনো কখনো আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হয় যাতে আপনি অন্যান্য সুযোগগুলোও পেতে পারেন। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে।”
প্রসঙ্গত উল্লেখ্য মাত্র ৩৬ বলে শতরান করে পাকিস্তানি ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদির ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়ে খবরে উঠে আসেন আন্ডারসন। এবার নিউজিল্যান্ডের জার্সিতে আর দেখা যাবে না এই তারকাকে।
দেশের হয়ে মোট ১৩টি টেস্টে ৬৮৩ রান করেছেন কোরি। যার মধ্যে রয়েছে চারটি অর্ধশতরান এবং একটি শতরান। এছাড়া ১৬টি উইকেট তুলে নিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে ৪৯ টি ম্যাচে মোট ৬০টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া চারটি অর্ধশতরান এবং একটি শতরানের সাহায্যে সংগ্রহ করেছেন মোট ১০২০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটেও নিয়মিত প্রতিনিধি হিসেবে নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অ্যান্ডারসন ৩১ টি ম্যাচের দুটি অর্ধশতরানের সাহায্যে ৪৮৫ রান এবং ১৪ টি উইকেট তুলে নিয়েছেন তিনি। আইপিএলের বিদেশী অলরাউন্ডারদের ভিড়েও এক পরিচিত মুখ ছিলেন অ্যান্ডারসন। কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস অবধি বেশ কিছু বড় দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ত্রিশটি ম্যাচে তার সংগ্রহ ১১ টি উইকেট এবং ৫৩৮ রান।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানলেও আমেরিকার লিগগুলোতে ব্যাট হাতে আবার বড় ছয় হাঁকাতে দেখা যাবে অ্যান্ডারসনকে। এখন তাই সেই অপেক্ষাতেই দিন গুনছেন তার ভক্তরা।