দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। বেশকিছু পরিবর্তন ছিল আজ দুই দলেই। চোটের কারণে বাইরে ছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়া দলের বাইরে ছিলেন স্টার্ক এবং হেজেলউডও।অন্যদিকে ভারতীয় দল থেকে জাদেজার স্থানে চাহাল ছাড়াও মোহাম্মদ শামির বদলে আসেন শার্দুল ঠাকুর এবং মনিশ পান্ডের বদলে আসেন শ্রেয়াস আইয়ার। টসে জিতে আজ প্রথম বিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক বিরাট কোহলি। বর্তমান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড এবং ডার্সি শর্টের হাতে ছিল আজ অস্ট্রেলিয়ার ভাগ্য। প্রথম ওভারেই দীপক চাহারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন ওয়েড। দুটি চার এবং একটি বিশাল ছক্কা সে তার ব্যাট থেকে। রেহাই পাননি ওয়াশিংটন সুন্দরও।ওয়েডের পাওয়ারফুল হিটিং সহ্য করতে হয় তাকেও।
তৃতীয় ওভারেই বোলিং পরিবর্তন করে শার্দুলের হাতে দায়িত্ব দেন বিরাট। কিন্তু ম্যাথু ওয়েড আজ শর্ট বলের ক্ষেত্রে শুরু থেকেই ছিলেন ভীষণ আক্রমণাত্মক। শার্দুলের ওভারও বাউন্ডারি দিয়েই শুরু করেন তিনি। চতুর্থ ওভারে ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে পরপর দুটি বাউন্ডারি তুলে নিয়ে নিজের আক্রমণাত্মক রণনীতি আজ সম্পূর্ণ স্পষ্ট করে দেন তিনি। তারি দুরন্ত ব্যাটিংয়ের দৌলতেই চার ওভার শেষেই ৪৬ রানে পৌঁছে যায় টিম অস্ট্রেলিয়া। রানে কিছুটা লাগাম লাগানোর চেষ্টা করেন নটরাজন। পঞ্চম ওভারে তার বলেই বড় শট নিতে গিয়ে আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ৯ রানে ফেরেন ডার্সি শট। অন্যদিকে মারমুখী ওয়েডকে সঙ্গ দেবার দায়িত্ব আজ ছিল স্টিভ স্মিথের উপর। গতদিনের মত নিজের প্রথম ওভারে আজও যথেষ্ট প্রভাবিত করেন নটরাজন।কিন্তু উইকেট পতন কোন প্রভাব ফেলেনি ওয়েডের উপর। যদিও ভারতীয় বোলাররা বড় বেশি শর্ট বল করেছেন তাকে। কিন্তু তার ফায়দা তুলতে আজ কোন ভুল করেননি ওয়েড।যদিও শার্দুলের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়েও আজ বেঁচে যান তিনি। তবে ভগবান সাহসীদেরই সাহায্য করেন ক্রিকেটের এই প্রবাদকে একই ওভারে তিনটে বাউন্ডারি তুলে নিয়ে সত্যি প্রমাণ করেন তিনি।
মাত্র ২৫ বলে দশটি চার ও একটি ছয় দিয়ে নিজের অর্ধশত রান পূর্ণ করেন ওয়েড। আপাতত তার ইনিংসের দৌলতেই সপ্তম ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৮ রানে ব্যাট করছে অজি বাহিনী। ম্যাথু ওয়েডের সাথে রয়েছেন স্টিভ স্মিথও।