দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। বেশকিছু পরিবর্তন ছিল আজ দুই দলেই। চোটের কারণে বাইরে ছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়া দলের বাইরে ছিলেন স্টার্ক এবং হেজেলউডও।অন্যদিকে ভারতীয় দল থেকে জাদেজার স্থানে চাহাল ছাড়াও মোহাম্মদ শামির বদলে আসেন শার্দুল ঠাকুর এবং মনিশ পান্ডের বদলে আসেন শ্রেয়াস আইয়ার। টসে জিতে আজ প্রথম বিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক বিরাট কোহলি। বর্তমান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড এবং ডার্সি শর্টের হাতেই ছিল আজ অস্ট্রেলিয়ার ভাগ্য। প্রথম ওভারেই দীপক চাহারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন ওয়েড। দুটি চার এবং একটি বিশাল ছক্কা আসে তার ব্যাট থেকে। রেহাই পাননি ওয়াশিংটন সুন্দর,শার্দুল ঠাকুরও।ওয়েডের পাওয়ারফুল হিটিং সহ্য করতে হয় সবাইকেই। মাত্র ২৫ বলে দশটি চার ও একটি ছয় দিয়ে নিজের বিধ্বংসী অর্ধশত রান পূর্ণ করেন তিনি। মাঝে নটরাজন ডার্সিকে ফেরালেও ওয়েড ছিলেন দুরন্ত। কিন্তু আজ অষ্টম ওভারে স্মিথের সাথে ভুল বোঝাবুঝির কারণে ৫৮ রানের মাথায় কোহলির সুন্দর থ্রোতে রান আউট হয়ে ফিরে যান তিনি। ফলে আবার ম্যাচে ফিরে আসে টিম ইন্ডিয়া।
ফলে দায়িত্ব আবার এসে পড়ে ম্যাক্সওয়েল এবং স্মিথের উপর। ভারতীয় বোলিং লাইন আপের মধ্যে আজ তারিফ করতে হবে নটরাজনের। মারমুখী ওয়েডের সামনে তো বটেই স্মিথ এবং ম্যাক্সওয়েলের সামনেও যথেষ্ট ভালো বোলিং উপহার দেন তিনি। তবে দশম ওভারে চাহাল আসতেই আজ আক্রমণ শুরু করেন ম্যাক্সওয়েল। আজ সেভাবে ফর্মে ছিলেননা দীপক চাহারও।তার কারণেই দু উইকেট হারানোর পরেও মাত্র ১১ ওভারেই শত রান পূর্ণ করে অস্ট্রেলিয়া। সাথে সাথে চাহালের বলে শ্রেয়াস এর হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান ম্যাক্সওয়েল। ফলে আরো চাপ বাড়তে থাকে টিম ইন্ডিয়ার ওপর। অন্যদিকে স্মিথও ছিলেন একই রকম আক্রমণাত্মক। শার্দুলের প্রথম দুই বলেই বড় শট তুলে নিয়ে নিজের মানসিকতা স্পষ্ট করে দেন তিনি। কিন্তু একই ওভারে প্রতিশোধ নেন শার্দুলও।আক্রমণাত্মক ম্যাক্সওয়েলকে ২২ রানে ফিরিয়ে আরেকবার ম্যাচের অভিমুখ বদলে দেন তিনি।
ম্যাক্সওয়েল ফিরে যাওয়ার কারণে চাপ কিছুটা বাড়ে বটে কিন্তু আজ দলে ছিলেন অনরিকেসও।স্মিথের সাথে বাকি ইনিংস সামলানোর দায়িত্ব নেন তিনি।নটরাজের দুরন্ত বোলিং করলেও গত ম্যাচের আরেক ত্রাতা চাহাল আজ সেভাবে কার্যকরী হয়ে উঠতে পারেননি। প্রথম রানআউটে কিছুটা ভূমিকা থাকলেও আজ নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেন স্মিথ। অন্যদিকে ভালো সঙ্গ দান করছিলেন অনরিকেসও। নিজের স্পেলের শেষ ওভারেও আজ যথেষ্ট রান খরচা করেন চাহাল। বিশেষত আজ তার বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন স্টিভ স্মিথ। কিন্তু শেষ পর্যন্ত ৩৮ বলে তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৪৬ রান করে চাহালের বলেই হার্দিকের হাতে ক্যাচ দেন তিনি।
ফলে এতক্ষণের তৈরি করা ইনিংস ভালো শেষ করার দায়িত্ব সম্পূর্ণত ছিল স্টয়নিস এবং দক্ষ অনরিকেসের কাঁধে। কিন্তু নটরাজনের সামনে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি অনরিকেস। ১৯ তম ওভারে ২৪ রানের ইনিংস খেলে উইকেটকিপার রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকেও। ফলত ইনিংস পরিশেষের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয় অজি শিবিরে। শেষ পর্যন্ত স্টয়নিস এবং স্যামসের প্রচেষ্টায় ১৯৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ান ইনিংস। তবে সিডনির উইকেট ব্যাটিং সহায়ক হলেও এই পিচে রান ছিল যথেষ্টই।