দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ থেকে শুরু হলো ১২৩ তম আইএফএ শিল্ড। প্রতিযোগিতার প্রথম দিনেই ছিল চারটি আকর্ষণীয় ম্যাচ। যুবভারতিতে মহামেডানের মুখোমুখি হয়েছিল খিদিরপুর। শেখ ফৈয়াজ, হীরা মন্ডল, ফিলিপ আদেজার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বিপক্ষে একদম তুরুন বাঙালি ফুটবলারদের নিয়ে গড়ে ওঠা খিদিরপুর। স্বভাবতই ম্যাচ শুরুর আগে থেকেই খাতায় কলমে বেশ খানিকটা এগিয়েই ছিল শতাব্দীপ্রাচীন ক্লাব।
প্রত্যাশামতোই ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং। ব্ল্যাক প্যান্থারদের হয়ে গোল করেন সুজিত সাধু। একাধিক অভিজ্ঞ ফুটবলারদের মুখোমুখি হলেও এবং দ্রুত গোল খেয়ে গেলেও ভেঙে পড়েননি খিদিরপুরের বাঙালিরা। তারপরে তারা কয়েকটি সুযোগ তৈরি করলেও মহামেডান গোলরক্ষককে একবারও কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাতে পারেনি খিদিরপুর। উল্টে ২৯ মিনিটে মহামেডানের হয়ে দ্বিতীয় গোল করে যান হীরা মন্ডল। এরপর তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে খিদিরপুর। ৩১ মিনিট নাগাদ গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন অশোক ওঁরাও। দ্বিতীয় গোল হওয়ার পর থেকে চাপে পড়ে মাঝমাঠে বার বার বল হারিয়ে ফেলতে থাকে খিদিরপুর। হোসে হাভিয়ার সাইডলাইনের ধারে হাবভাব থেকেই স্পষ্ট ছিল যে তার পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলতে পুরোপুরি সফল হয়েছিল মহামেডান। ম্যাচের ৪০ মিনিটে ৩-০ তে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মহামেডানের ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদেজা। প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে মহামেডান সমর্থকদের তীর্থঙ্করের পাস থেকে গোল করে যান মহামেডানের ঘানার বিদেশি ফিলিপ আদেজা। তারপর গোটা ম্যাচে আরও অনেকগুলি সুযোগ পেলেও ব্যর্থ হন আদেজা। ৮০ মিনিটে আদেজাকে তুলে আর এক বিদেশি রাফায়েলকে নামান হাভিয়া। মহামেডান ডিফেন্সে দুর্দান্ত খেলেন তাদের নতুন বিদেশি ফাতাউ। ম্যাচের ৮৭ মিনিটে রাফায়েলের পাস থেকে গোল করে যান পরিবর্ত হিসাবে নামা মহামেডানের পরিবর্ত হিসাবে নামা ফুটবলার গনী। ৪-০ গোলে ম্যাচ জিতে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে মহামেডান। দুর্দান্ত ফুটবল খেলে ম্যাচের সেরা নিযুক্ত হন মহামেডানের হীরা মন্ডল
Mohammedan Sporting Club, IFA Shield, Real Kashmir, Peerless