দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএফএ শিল্ডের প্রথম দিনটা সমান গেল না সব বাংলার দলের। খিদিরপুরকে ৪-০ গোলে হারায় মহামেডান স্পোর্টিং। অপরদিকে অন্য আরেকটি ম্যাচে আনসুয়ানা ক্রোমা, পঙ্কজ মৌলাদের পিয়ারলেসের মুখোমুখি হয়েছিল দানিশ ফারুক, আইয়ুব সমৃদ্ধ রিয়াল কাশ্মীর। ইস্টবেঙ্গল গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই দল। ২০ মিনিটে উজ্জ্বল রাইয়ের গোলে এগিয়ে যায় পিয়ারলেস। কিন্তু ২৫ মিনিটে চেস্টারপলের গোলে সমতা ফিরিয়ে ৩২ মিনিটে কাশ্মীরের ঘরের ছেলে দানিশ ফারুকের গোলে এগিয়ে যায় রিয়াল কাশ্মীর। প্রথমার্ধে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে ড্রেসিংরুমে ফেরে পিয়ারলেস।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো আক্রমণ তুলে এনেছিল পিয়ারলেস। কিন্তু বরাবরই রিয়াল কাশ্মীর ভারতীয় ফুটবলে বিখ্যাত তাদের নিশ্ছিদ্র ডিফেন্সের জন্য। সেই নিয়ম মেনেই পিয়ারলেসকে আর সমতা ফেরাতে দেয়নি তারা। শেষপর্যন্ত ক্রোমাদের পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়। দুর্দান্ত ফুটবল খেলেন রিয়াল কাশ্মীরের দানিশ ফারুক।
আইএফএ শিল্ডের প্রথম দিনের খেলায় মোট ১০ টি গোল হয়। অপর ম্যাচগুলিতে মোহনবাগান মাঠে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান অ্যারোজ ও সাদার্ন সমিতি। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শেষ কোয়ার্টারে সমতা ফেরায় ইন্ডিয়ান অ্যারোজ। ম্যাচ ড্র হল ১-১ ফলাফলে। অপরদিকে কল্যাণী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের কাছে ১-০ গোলে হেরে যায় গোকুলাম কেরালা এফসি।