আজকে আইএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা মুম্বাই সিটি এফসি এবং ১০ নম্বরে থাকা ওড়িশা এফসি। খাতায় কলমে এগিয়ে থাকা মুম্বাইকে হারিয়ে পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করাই ছিল ওড়িশা এফসির। অপরদিকে আজকের ম্যাচের প্রথম একাদশ দেখেই বোঝা যাচ্ছিল যে শুরু থেকেই আগ্রাসী হয়ে মাঠে নামছে মুম্বাই। তাই ফরোয়ার্ড লাইনে হুগো বওমাসের সাথে গত দুই মরশুম আইএসএলে দুর্দান্ত ফর্মে খেলে আসা স্ট্রাইকার বার্থেলোমিউ ওগবোচেকে শুরু থেকেই জুড়ে দিয়েছিলেন মুম্বাই কোচ সার্জিও লোবেড়া।
প্রত্যাশামতোই প্রথমার্ধে দুর্দান্ত শুরু করে মুম্বাই। ২৮ মিনিটে বক্সের ভেতর শুভমকে ফাউল করে এক ওড়িশা ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বার্থেলোমিউ ওগবেচে। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করেছিল মুম্বাই। শেষপর্যন্ত ৪৪ মিনিটে বিপিন সিংয়ের ক্রস থেকে ২-০ করে যান রাওলিন বর্জেস। প্রথমার্ধেই স্পষ্ট হয়ে যায় দুই টিমের মধ্যে গুণগত পার্থক্য।
দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতোই দাপট বেশি ছিল মুম্বাইয়ের। কিন্তু গোল আর আসেনি। শেষঅবধি ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে ওড়িশা। মুম্বাই নিজেদের ওপর তৈরি হওয়া প্রত্যাশার মান রাখে। গোটা ম্যাচে দাপট নিয়ে খেলে তারা। ম্যাচে বল পজেশন মুম্বাইয়ের পক্ষে ছিল ৭২ শতাংশ। গোটা ম্যাচে ওড়িশার পক্ষে ভালো সুযোগ একবারই এসেছিল। কিন্তু দিয়েগো মৌরিসিওর শট পোস্টে লেগে ফেরে। দুর্দান্ত ফুটবল খেলে ম্যাচের সেরা হন বিপিন সিং। ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল মুম্বাই। ১০ নম্বরে রইলো ওড়িশা এফসি।
Mumbai City FC Vs Odisha FC, ISL