দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিরাটের স্কুপের মোহে মোহিত এবিডি। কাল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ পকেটে পুরেছে ভারত। প্রথমে ব্যাট করে ১৯৪ রানের বিশাল টার্গেট খাড়া করে অস্ট্রেলিয়া।সৌজন্যে ছিল ম্যাথু ওয়েডের ৫৮ রানের বিধ্বংসী ইনিংস এবং স্টিভ স্মিথের ৪৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। দুরন্ত অর্ধশত রান করেন শিখর ধাওয়ান এবং যোগ্য সঙ্গ দেন কে এল রাহুল হার্দিক পান্ডিয়াও। তবে কালকের ম্যাচের সম্ভবত সবচেয়ে আলাদা ধরনের ইনিংসটি খেলেন বিরাট কোহলি। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ভীষণভাবে সক্রিয় হলেও অনেকের মতেই টি-টোয়েন্টিতে একটু কষ্ট করতে হয় বিরাটকে।যদিও তার টি-টোয়েন্টি গড়ও অসাধারণ এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু কালকের ইনিংসে একেবারে অন্য মেজাজে ছিলেন কোহলি, শুরু থেকেই তিনি ছিলেন সমান আক্রমণাত্মক। বিশেষত অন্যদিন শুরুর দিকে যেভাবে একটুখানি সময় নিতে দেখা যায় তাকে কাল সেটুকু শিথিলতাও দেখা যায়নি তার ব্যাটিংয়ে।
মাত্র ২৪ বলে ১৬৬.৬৭ স্ট্রাইক রেট দুটি ছয় ও দুটি চারের সাহায্যে দুরন্ত ৪০ রানের ইনিংস খেলেন তিনি।বিশেষত কাল যেভাবে অসাধারণ স্কুপ শটে তিনি অজি পেসার টাইকে মাঠের বাইরে পাঠান তা ছিল সত্যি অনবদ্য । এর পরেই প্রশংসা বর্ষিত হতে থাকে চারিদিক থেকে। কারণ সাধারণত কোহলিকে এ ধরনের শট খেলতে দেখা যায় না।
এই শট দেখে মুগ্ধ এবি ডি ভিলিয়ার্সও।মূলত স্কুটের জন্য বিখ্যাত এবিডিই।তাই তার সতীর্থকে এ ধরনের সুন্দর শট খেলতে দেখে। শটটি খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট কোহলি নিজেও বলেন, “এটা আসলেই একটি এবিডি শট, আমি আজ রাতেই মেসেজ করে ওকে এর জন্য ধন্যবাদ জানাবো।”অন্যদিকে বিরাটকে টেক্সট মেসেজে শুভেচ্ছা জানান ডিভিলিয়ার্সও। সেই ঘটনাটি টুইট করে বিসিসিআই লেখেন,”বিরাট কোহলি শটকে অ্যাপ্রুভাল দিল এবিডি।”এরপর এই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়ে টুইটটি