দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ তিনি প্রিমিয়ার লিগ ছেড়েছেন ১১ বছর আগে আগে। তবে যতদিন তিনি ইপিএলে ছিলেন, ততদিন তার জাদুতে আচ্ছন্ন হয়ে ছিল গোটা লিগ। দুর্দান্ত গতি, মাঠের দূরহ কোণ থেকে গোল, ড্রিবলিং সমস্ত কিছু দিয়ে ভক্তদের ভগবান এবং বিপক্ষ ডিফেন্সের ত্রাস হয়ে উঠেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ইপিএল ছাড়ার পর থেকে তার মতো পরিপূর্ণ ফুটবলার আর পায়নি ইংলিশ ফুটবল। তবে কালকের টট্যেনহ্যাম হটস্পার্স বনাম আর্সেনাল ম্যাচে রোনাল্ডোর স্মৃতি ফিরিয়ে আনলেন এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ এশিয়ান ফুটবলার সন মিন হিউন। তার সাথে দলকে জয়ও এনে দেন জোসে মৌরিনহোর তুরুপের তাস।
কালকে প্রিমিয়ার লিগে আর্সেনালের মুখোমুখি হয়েছিল টট্যেনহ্যাম। ম্যাচের ১৩ মিনিটেই গোল করেন সন। হ্যারি কেনের বাড়ানো বল ধরে আর্সেনাল ডিফেন্সকে নাস্তানাবুদ করে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল দাগেন তিনি। এরপর হাফ টাইমের ঠিক আছে হ্যারি কেনের গোলের এসিস্টটিও ছিল তার। শেষপর্যন্ত ২-০ গোলেই ম্যাচ জেতে স্পার্সরা।
১৩ মিনিটে করা সনের গোলটি দেখেই অনেকেরই মনে পড়ে যাচ্ছে সেরা সময়ের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা। ২০১৭ স্প্যানিশ সুপার কাপে একই কায়দায় বার্সেলোনার বিরুদ্ধে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো। অপরদিকে এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করলো টট্যেনহ্যাম। মৌরিনহোর কোচিংয়ে এটি তাদের দ্বিতীয় মরশুম। রেকর্ড বলছে নিজের কেরিয়ারে যতগুলি ক্লাবে কোচিং করিয়েছেন জোসে, তার মধ্যে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড বাদে সব ক্লাবকেই নিজের দ্বিতীয় মরশুমে লিগ জিতিয়েছেন তিনি। এবার কি তবে স্পার্সদের ভাগ্যে শিকে ছেড়ার পালা? উত্তরের জন্য অপেক্ষা আর পাঁচটি মাসের।
Cristiano Ronaldo, Tottenham Hotspur, Heung-Min Son, Jose Mourinho, EPL