দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ তিনটে ম্যাচের তিনটেতেই জয়। আইএসএল ২০২০-২১ মরশুমের শুরুটা স্বপ্নের মতো হয়েছে হয়েছে এটিকে মোহনবাগানের। সবুজ মেরুণ ভক্তরা স্বভাবতই দলের এই পারফরম্যান্সে উল্লসিত। প্রতি ম্যাচে গোল করে যাচ্ছেন সবুজ মেরুণের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা। তার গোলেই ভাগ্য নির্ধারিত হচ্ছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের দলের। কিন্তু তার গোলের কারণে আর একজন বিদেশি ফুটবলারের কৃতিত্ব হয়তো চাপা পড়ে যাচ্ছে। তিনি আর কেউ না, তিনি হলেন ‘জোসে লুইস এস্পিনোসা আরওয়ে’ ওরফে ‘তিরি’। দুর্দান্ত ডিফেন্সের সাথেসাথে আগের দিন যে গোলের ফলে শেষমুহূর্তে ওড়িশা এফসি-কে হারিয়েছিল এটিকে মোহনবাগান, সেই গোলের জন্য নিখুঁত বলটি ছিল তারই বাড়ানো।
বিগত পাঁচ বছর ধরে আইএসএলে খেলছেন তিরি। একসময় এটিকের ডিফেন্সের স্তম্ভ ছিলেন তিনি। পরে জামশেদপুর এফসি-তে যোগদান করেন তিনি। জামশেদপুর খুব একটা ভালো ফল করতে না পারলেও তিরির পারফরম্যান্সে কোনও খামতি ছিল না। দুই মরশুম ধরে জামশেদপুর ডিফেন্সকে নেতৃত্ব দিয়ে চালনা করেছিলেন তিনি। এই মরশুমে এটিকে মোহনবাগানে তিনি পাশে পেয়েছেন সন্দেশ ঝিঙ্গান-কে। দুজনের মধ্যে গড়ে উঠেছে ভালো বোঝাপড়া, যা ভরসা হয়ে উঠেছে এটিকে মোহনবাগানের।
অপরদিকে গত মরশুমে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই এই মরশুম শুরু করেছেন রয় কৃষ্ণা। আইএসএলে আসার আগে অস্ট্রেলিয়া ‘এ’ লিগে ওয়েলিংটন ফনিক্সের হয়ে ২৬ ম্যাচে ১৮ গোল করেছিলেন তিনি। আইএসএলে প্রথম মরশুমে এটিকের হয়ে ১৮ ম্যাচে ১৪ গোল করেন তিনি। এই মরশুমে সবুজ মেরুণ জার্সিতে ৩ ম্যাচে ৩ গোল করে ফেলেছেন ফিজির সুযোগসন্ধানী স্ট্রাইকার। পরবর্তী ম্যাচগুলি জিততে এটিকে মোহনবাগানের ট্যাগলাইন তাই একটাই- ‘আক্রমণে কৃষ্ণা, ডিফেন্সে তিরি’।