দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করেছে ভারতীয় দল। কিন্তু আর মাত্র একটি ম্যাচ পরেই শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। আর তার পরেই শুরু হবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ডার গাভাস্কার ট্রফি। যে ট্রফি নিয়ে ইতিমধ্যেই চর্চা চলেছে ক্রিকেটমহলে। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় এ দল। অস্ট্রেলিয়া এ দলের সঙ্গে সিডনিতে তাদের লড়াই আজ দ্বিতীয় দিনে পড়ল। ম্যাচের গত কালকের দিনটি যথেষ্ট আশাপ্রদ ছিল ভারতের পক্ষে। রান পেয়েছিলেন পুজারা এবং রাহানে। দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের স্বাদ না পাওয়ার পর পূজারার এই ৫৪ রানের ইনিংস এবং রাহানের শতরান (১১৮) যে ভারতের আত্মবিশ্বাস বাড়াবে এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু আজকের বোলিং ডে টি অত ভাল গেল না ভারতের জন্য।
ভারতীয় এ দল ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানে ইনিংস ডিক্লেয়ার করার পর ব্যাটিং করতে নেমে যথেষ্ট বেগ দিল অস্ট্রেলিয়া এ দল। শুরুটা অবশ্য ভালোই হয়েছিল ভারতের জন্য। দ্রুত দুটি উইকেট তুলে নিয়েছিলেন অন্যতম তারকা পেসার উমেশ যাদব। ভালো ফর্মের ঝলক দেখান সিরাজও।কিন্তু ৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলার পরেও। ক্যামেরণ গ্রিনের বাটে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া এ দল। তার দুরন্ত শতরানের দৌলতেই ভারতীয় এ দলের স্কোর কে পার করে যায় অস্ট্রেলিয়া এ। ভাল সাথ দেন মার্কাস হ্যারিস এবং টিম পেইন। হ্যারিসের ৩৫ পেনের ৪৪ এবং নাসিরের ৩৩ রানের ইনিংসের দৌলতে দিনের শেষে ২৮৬ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া এ দল। শেষ পর্যন্ত উমেশ যাদব তিনটি, সিরাজ দুটি, এবং রবীচন্দ্রন অশ্বিন দুটি উইকেট তুলে নিলেও ভারতীয় স্কোরকে অতিক্রম করে যাওয়া আটকাতে পারেননি তারা।
সেভাবে ফর্মের দুরন্ত ঝলক দেখাতে পারেননি রবীচন্দ্রন অশ্বিনও। ১৯ ওভারের স্পেলে দুটি উইকেট তুললেও প্রায় তিন গড়ে তিনি খরচ করে ফেলেন ৫৮ রান। অস্ট্রেলিয়ায় ভারতের স্পিন-অস্ত্র হিসেবে মূল ভরসা অশ্বিন।কিন্তু তার সেভাবে কার্যকরি ভূমিকা না নিতে পারা যথেষ্ট চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। এ কথা মাথায় রাখা প্রয়োজন যে এই দল অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তিশালী দল নয়। তাই বর্ষিয়ান স্পিনার হিসেবে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন অশ্বিন। কিন্তু তার বলের সেই ধার বা টার্ন যা বিপক্ষকে বিধ্বস্ত করে আজ তেমনভাবে চোখে পড়েনি। তাই আগামী টেস্ট সিরিজে তার পারফরম্যান্স কেমন হয়?তার দিকেই এখন তাকিয়ে রয়েছে ক্রীড়ামহল।
ভারতীয় এ দলঃ
অজিঙ্কা রাহানে ১১৮(২৪২)
চেতেশ্বর পুজারা ৫৪(১৪০)
জে প্যাটিনসন ৩-৫৮
এম নিসার ২-৫৫
অস্ট্রেলিয়া এ দলঃ ২৮৬/৮
ক্যামেরণ গ্রীন ১১৪(১৭৩)
টিম পেইন ৪৪(৮৮)
উমেশ যাদব ৩-৪৪
রবীচন্দ্রন অশ্বিন ২-৫৮