দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ক্রিকেট মাঠে বন্ধুতার অপূর্ব নিদর্শন রাখলেন অজি তারকা ম্যাথু ওয়েড। ক্রিকেটের অন্যতম দুর্ভাগ্যজনক গল্পটি জড়িয়ে আছে অজি ক্রিকেটার ফিল হিউজের সাথে।মাত্র কুড়ি বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। কিন্তু ২০০৯ সালে শর্ট বল খেলার দুর্বলতার কারনে অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ে যান তিনি।তবে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরে নিজের যোগ্যতা আবার প্রমান করেন হিউজ। সেদিনের সেই ৮৬ রানের ইনিংস হয়ত ভুলতে পারবেন না কেউই। এরপরও অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য রূপে ২৬ টি টেস্ট ও ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। টেস্ট ক্রিকেটে তার সংগ্রহ ছিল ১১৩৫ রান। তিনটি শতরান ও সাতটি অর্ধশতরানও রয়েছে এই সংক্ষিপ্ত কেরিয়ারে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে মোট ৮২৬ রান। দুটি শতক এবং চারটি অর্ধশতকও করেছিলেন তিনি।
কিন্তু এই প্রতিভাধর ক্রিকেটারের কেরিয়ার শেষ হয়ে যায় হঠাৎই। সেই শর্ট বলই একসময় কেড়ে নেয় তার জীবন। ২০১৪ সালের ২৫ নভেম্বর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়া দলের হয়ে ব্যাটিং করছিলেন ফিল হিউজ। ব্যক্তিগত ৬৩ রানে ব্যাটিং করার সময় নিউ সাউথ ওয়েলস বোলার সিন অ্যার্বোটের বাউন্সার মাথায় এসে লাগে তার। সাথে সাথেই বাতিল করা হয় খেলাটি এবং হিউজকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু আর ফিরিয়ে আনা যায়নি এই তারকা ব্যাটসম্যানকে।মাত্র ২৫ বছর বয়সেই শেষ হয়ে যায় তার জীবন।
তারপর থেকেই তাঁকে শ্রদ্ধা জানিয়ে আসছে গোটা বিশ্ব। অস্ট্রেলিয়া তো বটেই সারা ক্রীড়াজগৎ শ্রদ্ধা জানাই অকাল প্রয়াত এই তরুণ প্রতিভাকে। গতকাল অবশ্য পিনিউজ এর অন্যতম বন্ধু ম্যাথু ওয়েডের কাছ থেকে অস্ট্রেলিয়া পেল বন্ধুতার এক অসামান্য নিদর্শন। হঠাৎই ক্যামেরায় ধরা পড়ে ওয়েডের ব্যাটে অঙ্কিত রয়েছে ৪০৪ সংখ্যাটি। ক্যামেরা এই ছবি কয়েদ হতেই মুহূর্তে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়ে এই অসামান্য বন্ধুতার গল্পটি। কারণ অস্ট্রেলিয়ার হয়ে ৪০৪ তম খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েছিলেন ফিল হিউজ। আর তাকে শ্রদ্ধা জানাতেই নিজের বেটি এই সংখ্যাটি অঙ্কিত করেন ম্যাথু ওয়েড।
শুধু তাই নয় বন্ধুর একটি প্রতিকৃতি অঙ্কিত রয়েছে তার হাতেও। একথা প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের শ্রদ্ধা কুড়িয়ে নেন এই অজিতারকাও। অনেকেই বলেন এটাই হলো বন্ধুকে মনে রাখার অন্যতম সুন্দর নিদর্শন।