দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ওয়ানডে ক্রিকেটের পর এবার টেস্টেও রূপ পরিবর্তন হতে চলেছে টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজের জন্য ১৯৯২ সালের বিশ্বকাপে ব্যবহৃত ভারতীয় জার্সিকেই রেট্রো রূপে ফিরিয়ে আনা হয়। যা নিয়ে সমর্থক তথা খেলোয়াড় সকলের মধ্যেই উৎসাহ ছিল তুঙ্গে। ১৪ ডিসেম্বর শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে এবার টেস্টের জার্সিতেও বদল আনল টিম ইন্ডিয়া। যদিও সাদা জার্সিতে বদল ততখানি চমকপ্রদ নয় তবে আগের জার্সির ক্ষেত্রে বুকের ডান দিকে ছোট করে লেখা থাকতো ‘বাইজুস’, সংস্থার নাম।
এবার সেই সংস্থার নাম আসতে চলেছে বড় বড় অক্ষরে জার্সির মাঝখানে। ইতিমধ্যেই এই নতুন জার্সিতে প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নেমেছে ভারতীয় দল। কোভিড পরবর্তী পরিস্থিতিতে বদলেছে ভারতের অফিসিয়াল কীট স্পন্সর। উঠে এসেছে জনপ্রিয় সংস্থা এম পি এল-এর নাম। আর সেই কারণেই জার্সি ডিজাইনে এই সূক্ষ্ম রদবদল। ৯২’ এর রেট্রো জার্সিতে মাঠে নামার পর প্রথম সিরিজ অবশ্য ভালো যায়নি টিম ইন্ডিয়ার। একদিনের ম্যাচে পরপর দুটি লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছে তারা। যার ফলে কাঙ্খিত সিরিজ হাত থেকে ফসকে গেছে কোহলি বাহিনীর। তবে ২-১ এর ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই পকেটস্থ করেছে ভারত।
যদিও এ অস্ট্রেলিয়ায় নেই ওয়ার্নার কিংবা ফিঞ্চ। তাই এখন টেস্ট সিরিজই পাখির চোখ কোহলিদের। নতুন জার্সি সেই অল ইম্পরট্যান্ট টেস্ট সিরিজে মেন ইন ব্লুর ভাগ্য সুপ্রসন্ন করতে পারে কিনা সেটাই এখন দেখার।