দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গত ম্যাচে শক্তিশালী চেন্নাইয়ান এফসি-কে হারিয়ে অনেকটাই চনমনে বেঙ্গালুরু এফসি শিবির। চলতি মরশুমের আইএসএলে প্রথম দুটি ম্যাচে এফসি গোয়া এবং হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে ড্র করতে হয়েছিল তাদের। গতম্যাচে গোলে ফিরেছেন অধিনায়ক সুনীল ছেত্রীও। তাই আজকের ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কার্লস কুয়াড্রাটের ছেলেরা। অপরদিকে গত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নর্থইস্ট ইউনাইটেড। এইমুহূর্তে লিগে তিন নম্বরে রয়েছে তারা। মরশুমের শুরুটা ভালোই হয়েছে জেরার্ড নাসের দলের। ফলে সেই ফর্ম ধরে রাখতে মরিয়া তারাও।
কালকের ম্যাচে নামার আগে পরিসংখ্যান পুরোপুরি কথা বলতে সুনীলদের হয়ে। দুই দলের মোট ৮ বারের সাক্ষাতে ৫ বার জয় এসেছে বেঙ্গালুরুর পক্ষে। মাত্র ১ বার জিততে পেরেছে নর্থইস্ট। আগের বছর লিগে দুটি দলের মুখোমুখি সাক্ষাতে একটি ম্যাচ ড্র হয় এবং অপরটিতে বেঙ্গালুরু জয় পায়। তবে গত ম্যাচে জয় এলেও এবছর এখনও বেঙ্গালুরু এফসি নিজেদের পুরোনো ছন্দ খুঁজে পায়নি। গোয়ার বিরুদ্ধে জোড়া গোলে এগিয়ে থেকে দল ম্যাচ ড্র করে। এরপর হায়দরাবাদের বিরুদ্ধে ০-০ ম্যাচ ড্রয়ের মত ফলগুলি যার প্রমাণ।
নর্থইস্টের নতুন কোচ জেরার্ড নাসের কোচিংয়ে দলের বোঝাপড়ায় ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে। এছাড়াও ইদ্রিসা সিলা, আপিহা-রা গোলের মধ্যে রয়েছেন। গোয়ার মতো শক্তিশালী দলকে ১-১ গোলে রুখে দিয়েছে নর্থ ইস্ট। শুধু তাই নয়, এবছরের অন্যতম সেরা দল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জয় দিয়ে এবছরের লিগ অভিযান শুরু করেছে তারা। তাই তাদের বিরুদ্ধে সতর্ক বেঙ্গালুরু এফসি।
বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
গুরপ্রীত সিং সাধু
রক্ষণ-
জুয়ানন, রাহুল ভেকে, হরমনজ্যোত খাবরা
মাঝমাঠ-
ডিমাস ডেলগাডো, এরিক পার্তেলু, ওয়াংজাম, রাহুল ভেকে, ক্লিয়েটন সিলভা
আক্রমণ-
সুনীল ছেত্রী, ক্রিশ্চিয়ান ওপসেথ
নর্থ ইস্ট সম্ভাব্য একাদশ :-
গোলরক্ষক-
শুভাশিস রায় চৌধুরী
রক্ষণ-
আশুতোষ মেহেতা, গুরজিন্দর কুমার, ডিলান ফক্স, প্রভাত লাখরা
মাঝমাঠ-
বেঞ্জামিন লামবোট, খাসা কামারা, লালেনগমাওয়াইয়া,
আক্রমণ-
ব্রিটো, ইদ্রিসা সিলা, লুইস মাচাদো
, ISL