25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    সিডনিতে আজ ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে ভারতীয় দল, হবে কি “ক্লিন স্যুইপ”!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। গত দুই ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে ইতিমধ্যেই সিরিজ পকেটস্থ করেছে মেন ইন ব্লু। একদিনের সিরিজে লজ্জাজনক হারের পর টি-টোয়েন্টিতে ভাল কামব্যাক করেছে তারা। এখন তাদের সামনে সুযোগ রয়েছে কালকের ম্যাচ জিতে ক্লিন স্যুইপ বজায় রাখার। ইতিমধ্যেই গত দুই ম্যাচের পারফরম্যান্স যথেষ্ট এগিয়ে রাখতে পারে কোহলি ব্রিগেডকে। তার উপর মাথায় রাখতে হবে কালকের ম্যাচের সম্ভবত মাঠে নাও নামতে পারেন অ্যারন ফিঞ্চ। যদিও গত ম্যাচে তার অভাব অনেকটাই পূরণ করতে সমর্থ হয়েছিলেন ম্যাথু ওয়েড। কিন্তু অন্যদিকে ডার্সি শর্ট সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। তাই ওয়ার্নার এবং ফিঞ্চ না থাকায় অস্ট্রেলিয়া দল অনেকটাই নিজেদের শক্তি হারিয়েছে।

    তাই কালকের ম্যাচে আহত অস্ট্রেলিয়াকে সমূলে বিনাশ করার যথেষ্ট সুযোগ রয়েছে কোহলিদের সামনে। গত দুই ম্যাচে যেভাবে বল করেছেন নটরাজন তাতে কাল যে তিনি অজিদের চিন্তার কারণ হবেন এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে ওয়ানডে সিরিজ দুরন্ত ফর্মে থাকলেও এখনো অবধি টি-টোয়েন্টিতে সেভাবে কার্যকরী হতে পারেননি ম্যাক্সওয়েল। তাই কালকের ম্যাচে তিনি কেমন ভূমিকা নেন তার উপরে অনেকটাই নির্ভর করবে অস্ট্রেলিয়া দল। অন্যদিকে অনরিকেস এবং স্টয়নিসের উপরেও নজর রাখতে হবে ভারতীয় শিবিরকে। বিশেষত বোলিং এর ক্ষেত্রে গত ম্যাচে সেভাবে ভালো ফর্মে ছিলেননা চাহাল। যদিও গুরুত্বপূর্ণ সময়ে তিনি কামব্যাক করে তুলে নেন স্মিথের উইকেট কিন্তু এখনো বড় বেশি রান খরচ করে ফেলছে ভারতীয় বোলিং লাইন আপ। দুই ম্যাচে জয়ের পরে কালকের প্রথম একাদশে কোহলি কোন পরিবর্তন আনেন কিনা সেদিকে অবশ্য নজর থাকবে সকলেরই। বিশেষত দলে থাকা তরুণ প্রতিভা যেমন মায়াঙ্ক আগারওয়াল সঞ্জু স্যামসানের জায়গায় খেলার সুযোগ পান কিনা।

    অন্যদিকে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ বাঁচাতে চাইবে টিম অস্ট্রেলিয়া। এখনো পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে একবারও হোয়াইটওয়াশ করতে পারেনি টিম ইন্ডিয়া। অপরপক্ষে সম্মান বাঁচাতে আজ মরিয়া হবে অস্ট্রেলিয়াও।এখন শেষ মুহুর্ত পর্যন্ত কি হয় সেদিকেই তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। কারণ যথেষ্ট ভালো অ্যাটাক যেমন রয়েছে ভারতের কাছে তেমনই স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডের মত দুরন্ত ব্যাটসম্যান রয়েছে অস্ট্রেলিয়া শিবিরেও। তাই লড়াইয়ে দুরন্ত হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।

    অন্যপক্ষে জ্যাম্পা এবং বিরাট কোহলির লড়াই দেখার জন্য মুখিয়ে থাকবে ক্রিকেটমহল। গত দিন লেগ স্পিনারদের বিরুদ্ধে নয়া অ্যাটাকিং রণনীতি কাজে লাগিয়ে জ্যাম্পা এবং সুইপসনকে টেক্কা দিয়েছেন কোহলি। আজ কিভাবে তারা ফিরে আসেন সেটাও হবে দেখার মতো বিষয়। অন্যদিকে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে এ সফরে সেইভাবে রান আসেনি। তিনিও চাইবেন আজকের ম্যাচে একটি ছাপ তৈরি করতে। গত ম্যাচে সঠিক সময়ে তার দুরন্ত ওভার বাউন্ডারি ব্যবধান কমাতে সাহায্য করেছিল টিম ইন্ডিয়াকে।তাই আজ তিনি বড় ইনিংস খেলার সুযোগ পান কিনা সেটাই দেখার।

    অন্যদিকে ইতিহাস তৈরি করতে পারে আজ ভারতের জয়। ১৩ বছরের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় একবারও হোয়াইটওয়াশ করতে পারেনি ভারতীয় দল। তাই আজ আজ তারা চাইবে নতুন ইতিহাসের সাক্ষী হতে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...