25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    অনুশীলন ম্যাচেও দুরন্ত ফর্ম বজায় রাখলেন ঋদ্ধি! কঠিন পিচে সম্মান বাঁচল ভারতের!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়া এ দলের সামনেই ক্যানবেরায় এখন বেকায়দায় ভারতীয় এ দল। প্রথম ইনিংসে অজিঙ্কা রাহানে শতরান এবং চেতেশ্বর পূজারার অর্ধশত রানের দৌলতে ২৪৭ রানে পৌঁছেছিল ভারতীয় এ দল। কিন্তু উল্লেখযোগ্যভাবে আর রান পাননি তেমন কেউই। ২৪৭ রানের লিড মাথায় নিয়ে ব্যাট করতে নেমে উমেশ যাদবের দুরন্ত বোলিংয়ের সুবাদে প্রথমে অসুবিধায় পড়লে ক্যামেরন গ্রিনের হাত ধরে দুরন্ত কাম ব্যাক করে অস্ট্রেলিয়া এ দল। ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ৩০৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছে দেন গ্রীন।

    তেমনভাবে প্রভাব ফেলতে পারেননি ভারতীয় বোলাররাও।উমেশ যাদব প্রথম তিন উইকেটের পর আর সেভাবে প্রভাবিত করতে পারেননি।শেষ পর্যন্ত সিরাজের তিন উইকেট এবং অশ্বিনের দুই উইকেটের বলে ৩০৬ রানে অস্ট্রেলিয়াকে শেষ করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও খারাপ শুরু করে ভারতীয় দল। শুভমান গিল(২৯) ও পৃথ্বী শ(১৯) ভালো শুরু পেলেও বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পেয়েছিলেন প্রথম ইনিংসের শতরানকারী অজিঙ্কা রাহানেও।কিন্তু মার্ক স্তেকেতির দুরন্ত মিডিয়াম পেস বোলিং ২৮ রানেই ফিরিয়ে দেয় তাকে। শুধু রাহানে নয় অশ্বিন কুলদীপ সিরাজসহ মোট পাঁচজন ভারতীয় ব্যাটসম্যানকে আজ একাই স্বীকার করেন তিনি। ভালো লড়াই করেছিলেন হনুমা বিহারি, কিন্তু নিসারের বলে ২৮ রানেই শেষ হয়ে যায় তার ইনিংস।

    আলাদা করে বলা দরকার বঙ্গসন্তান ঋদ্ধির কথা।প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে কঠিন পিচে টেলেন্ডারদের সাথে নিয়ে আজ যেভাবে লড়াই করেন তিনি তা সত্যিই প্রশংসনীয়। একসময় ছুটির জন্য যার অস্ট্রেলিয়া সফর অনিশ্চিত হয়ে পড়েছিল আইপিএলের সুন্দর ফর্ম বজায় রেখে তিনি এখন ভারতীয় এ দলের অন্যতম প্রধান ভরসা। সাতটি চারের সাহায্যে আজ নিজের দুরন্ত অর্ধশত রান পূরণ করেন তিনি। মূলত তার সুন্দর ব্যাটিংয়ের জেরেই দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানের সম্মানজনক লক্ষ্যে পৌঁছানো টিম ইন্ডিয়া। আপাতত অস্ট্রেলিয়া এ দলের থেকে ১৩০ রানে এগিয়ে থেকেই ইনিংস ডিক্লেয়ার করেছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।

    এখন এই রান ডিফেন্ড করার পক্ষে যথেষ্ট হয় কিনা ভারতীয় বোলারদের কাছে সে দিকেই নজর থাকবে সকলের।

    ভারতীয় এ দলঃ ২৪৭/৯ (প্রথম ইনিংস)
    রাহানে ১১৭*(২৪২)
    পুজারা ৫৮(১৪০)

    প্যাটিনসন ৩/৫৮

    অস্ট্রেলিয়া এ দলঃ ৩০৬/৯ (প্রথম ইনিংস)
    গ্রিন ১২৫*(২০২)
    পেইন ৪৪(৮৮)

    উমেশ যাদব ৩/৪৮

    ভারতীয় এ দলঃ ১৮৯/৯ (দ্বিতীয় ইনিংস)

    সাহা ৫৪*(১০০)
    বিহারি ২৮(৬৭)

    মার্ক স্তেকেতি ৫/৩৭

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...