দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলের প্রথম তিন ম্যাচে মোট ৭ গোল খেয়েছে এসসি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগানের কাছে ২ গোল, মুম্বাই সিটি এফসি-র কাছে ৩ গোল এবং শেষ ম্যাচে নর্থইস্টের কাছে ২ গোল খেয়েছে লাল হলুদের ডিফেন্স। দলের অধিনায়ক তথা প্রধান ডিফেন্ডার ড্যানি ফক্স চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে। অপর ডিফেন্ডার স্কট নেভিল চূড়ান্ত ফ্লপ। দেশীয় ডিফেন্ডারও খুব একটা ভরসা দিতে পারছেন না। শেষ ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার শেহনাজ ডিফেন্সে দুরন্ত খেললেও সেটা ডিফেন্স সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান নয়। এই অবস্থায় নতুন ডিফেন্ডার নেওয়ার দিকে ঝুঁকলো ইস্টবেঙ্গল।
সূত্র মারফত খবর শেষবার কেরালা ব্লাস্টার্সে খেলা ডিফেন্ডার রাজু গায়কোয়াড় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গোয়ায়। যদিও গত মরশুমে তিনি খুব একটা ভালো ফর্মে ছিলেন না হলুদ জার্সিতে। তার ভুলে কেরালা ব্লাস্টার্সকে একটি গোলও হজম করতে হয়েছিল। মোট ১২ টি ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন। ৭৮% শতাংশ সঠিক ট্যাকেল করেছিলেন তিনি। খবর পাওয়া গিয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিও মুম্বাইকরের।
ইস্টবেঙ্গল ডিফেন্ডার গুরতেজ সিংয়ের চোট থাকায় তাকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল। বদলি হিসাবে দীর্ঘদিন জাতীয় দলে খেলা ভারতীয় অভিজ্ঞ ডিফেন্ডার আনাস-কে ট্রায়ালে দেখেছে ইস্টবেঙ্গল শিবির। তার ফর্ম দেখে তবেই তাকে স্কোয়াডে সামিল করা হবে বলে খবর। এব্যাপারে শেষ কথা বলবেন রবি ফাওলার। দীর্ঘদিন খেলার বাইরে থাকা আনাস এখন নিজেকে প্রমাণ করতে সক্ষম হয় কিনা সেটা জানতে আগ্রহের সাথে অপেক্ষা করছে গোটা ভারতের ফুটবলমহল।