দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টোকিওর পর অলিম্পিকের আসর বসছে ‘সুগন্ধীর নগরী’ প্যারিসে। ২০২৪ সালে অনুষ্ঠিত হবে সেই অলিম্পিক গেমস৷ আর তার আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিল যে তারা ২০২৪ অলিম্পিকে চারটি নতুন ইভেন্টের অন্তর্ভুক্তি করেছেন। ব্রেকডান্সিং, সার্ফিং, স্কেটবোর্ডিং আর স্পোর্টস ক্লাইমবিং এর নাম ঘোষণা করেছে কমিটির প্রেসিডেন্ট থোমাস বাক।
ইতিমধ্যে জাপান অলিম্পিকে দেশজ খেলারূপে নাম লিখিয়েছিল ক্যারাটে। নতুন করে ব্রেকডান্সিং এর নাম উঠে এলো এবার। বাকি তিনটি ইভেন্ট ইতিমধ্যে প্রতিযোগিতার দৌড়ে ছিল। প্যারিস অলিম্পিকের আয়োজকরা এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কমবয়সী দর্শক ও টিনেজারদের অনেকাংশের আগ্রহকে মযার্দা দিয়েছে বলে জানিয়েছেন।
এর আগে টোকিও অলিম্পিকের কথা ভেবে নানা ‘হ্যান্ড পিকড’ খেলাকে ইভেন্টের অংশীদার করতে চেয়েছিল। আয়োজক দেশের বিভিন্ন খেলাকে যদি অলিম্পিকসের অংশ করা যায় তবে যে তা দেশের দর্শকদের আরো যুক্ত করবে তাই মনে করেন প্রেসিডেন্ট বাক। এরফলে তার মনে হয় ব্রডকাস্টররা আর স্পনসররা কমবয়সী দর্শকদের কাছে আরো পৌঁছতে পারবে।
tokyo Olympics, paris Olympic, skateboarding, surfing