28 C
Kolkata
Wednesday, March 29, 2023
More

    অ্যাথলিটদের কৃষি বিল বিরোধী রাষ্ট্রপতি ভবন অভিযান রুখে দিল দিল্লি পুলিশ!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অন্নদাতাদের উপর কোন রকম অত্যাচার সহ্য করা হবে না একথা কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন পদ্মশ্রী তথা অর্জুন পুরস্কারে সম্মানিত ভারতীয় অ্যাথলিটরা। তারা জানিয়েছিলেন, পদক ফিরিয়ে দিতে দিল্লি গিয়ে রাস্ট্রপতির সাথে দেখা করবেন তারা। কিন্তু তাদের সেই দিল্লি অভিযান আটকে দিল দিল্লি পুলিশ। এর মধ্যে অবশ্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের কাছে আর্জি জানিয়েছিল, তারা যেন কেন্দ্রীয় সরকারের উপর বিশ্বাস রাখেন খেলা এবং আন্দোলনকে এক করে না দেখেন। আইওএ প্রেসিডেন্ট নারিন্দার বাত্রা এবং যুগ্ম-সচিব রাজিব মেতা এক প্রেস বিবৃতিতে জানান, “অনেক ক্রীড়াবিদই তাঁদের পুরস্কার ফিরিয়ে দিতে চাইছেন। জাতীয় পুরস্কার আর কৃষক বিক্ষোভ দু’টো পৃথক বিষয়”।

    কিন্তু সেই আশ্বাসে কোনো কাজ হয়নি। আন্দোলনের নেতৃত্বে ছিলেন দুবার এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী কুস্তিগীর কর্তার সিংহ। শুধু এশিয়ান গেমসে স্বর্ণপদকই নয়, ১৯৮২ সালে অর্জুন পুরস্কার এবং ১৯৮৭ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় এই খ্যাতনামা কুস্তিগীরকে। তার সাথে এই আন্দোলনে ছিলেন অলিম্পিকে সোনাজয়ী হকি প্লেয়ার গুরমিল সিং এবং মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রাজবীর কৌর। ২০১৪ সালে গুরমিলকে ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত করা হয়। ১৯৮৭ সালে অর্জুন পুরস্কার পান রাজবীর।

    এদিন কর্তার বলেন, ‘‘কৃষকরা সব সময়ই আমাদের সাহায্য করেন। ওঁদের উপর যখন লাঠিচার্জ হয়, ওঁরা যখন রাতের পর রাত এই ঠান্ডায় খোলা আকাশের নীচে কাটান, তখন সত্যিই কষ্ঠ হয়। সব চেয়ে বড় কথা, আমি একজন কৃষকের সন্তান। নিজে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও এখনও কৃষিকাজ করি।আমি চাই ওই তিন কড়া আইন প্রত্যাহার করা হোক। গোটা দেশ যখন করোনার ভয়ে কাঁপছে, তখন এই আইন করা হল। কেন এমন কড়া আইন করা হল?’’

    প্রসঙ্গত উল্লেখ্য রবিবার রাতে দিল্লি পৌঁছে প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করেন তারা। কিন্তু কৃষি ভবনের কাছাকাছি আসতেই তাদের অভিযান রুখে দেয় দিল্লি পুলিশ।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...