দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ২০২০ বর্ষসেরা টুইটার’ পোস্ট’ হিসেবে স্বীকৃতি পেল ভারত অধিনায়ক বিরাট কোহলির বাবা হবার সংবাদ। ইতিমধ্যেই কোহলির পিতৃত্ব কালীন ছুটি নিয়ে তর্কবিতর্কের শেষ নেই। বিসিসিআই তরফে ছুটি অনুমোদন করা হলেও অনেকেই প্রশ্ন তুলেছেন এই পিতৃত্বকালীন ছুটি নিয়ে। তালিকায় রয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেবের মত বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রাও।এই বিষয়ে যেমন সমালোচিত হয়েছেন কোহলি তেমনই সমর্থন পেয়েছেন একাধিক বড় খেলোয়াড়েরও।অজি তারকা রিকি পন্টিং, গ্লেন্ ম্যাকগ্রাথ সহ অনেকেই সমর্থন করেছেন বিরাটের এই সিদ্ধান্তকে।
এরই মাঝে বছরের সেরা পছন্দ করা টূইট হিসেবে স্বীকৃতি পেল অনুষ্কা শর্মার মা হওয়া সংবাদ। টুইটার ইন্ডিয়ার অফিসিয়াল হ্যান্ডেল থেকে দুইটি শেয়ার করে এদিন লেখা হয়, “বছরের সেরা পছন্দ করা টুইট।”
এপর্যন্ত বিরাট কোহলির এই টুইটটি পছন্দ করেছেন ৬ লক্ষ ৪৪ হাজার মানুষ।এর সাথে ৬৯ হাজার ৭০০টি রিটুইট পায় এই টুইটটি। আপাতত যদিও কিংকু হোলির একমাত্র লক্ষ্য অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় পরাস্ত করা এবং সেই পথে টি-টোয়েন্টি সিরিজ জিতে একধাপ এগিয়েওছে টিম ইন্ডিয়া। কিন্তু এই সুন্দর খবরটি হয়তোবা তার ভালোলাগা মুহূর্তগুলির অন্যতম হয়ে থাকবে।