দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মারাদোনা চলে গিয়েছেন, তারপর এখনও এক মাসও কাটেনি। অনেক ফুটবলভক্তই এখনও এই নির্মম সত্যি মেনে নিতে পারছেন না। শুধুমাত্র আর্জেন্টিনা নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবলভক্তরা এখনও ফুটবল ঈশ্বরের প্রয়ানের শোক কাটিয়ে উঠতে পারেনি। তাকে স্মরণ করে ভক্তরা নানান ভাবে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। তার উত্তরসূরি আর এক আর্জেন্টাইন মহাতারকা লিওলেন মেসি লা লিগায় গোল করে মারাদোনার জার্সি পড়ে তাকে সম্মান জানিয়েছেন। তাছাড়া নাপোলি তাদের স্টেডিয়ামের নাম পাল্টে রেখেছে দিয়েগো মারাদোনা স্টেডিয়াম।
এর মধ্যেই ফুটবল ঈশ্বরের নিজের দেশ তাদের ব্যাংক নোটে মারাদোনার ছবি ছাপতে চলেছেন বলে ঠিক হয়েছে। ঠিক কিভাবে এই ব্যবস্থা করা হবে তা নিয়েও বিশদে জানিয়েছে সে দেশের সরকার। নিচে তা বিস্তারিত ভাবে উল্লেখ করা হল :-
• নোটের এক পিঠে থাকছে মারাদোনার ছবি।
• নোটের অপর পিঠে থাকবে থাকবে তার গোল অফ দ্যা সেঞ্চুরির ছবি
• আর্জেন্টিনার মুদ্রার এক হাজার কিংবা তার বেশি মুদ্রায় থাকবে এই ছবি
Argentina, Diego Maradona