দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জমে উঠেছে আইএসএল ২০২০-২১ মরশুম। বুধবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে চেন্নাইয়ান এফসি।টুর্নামেন্টে চেন্নাইয়ানের প্রথম ম্যাচে দুর্দান্ত দেখিয়েছিল তাদের। কিন্তু তারা ছন্দ ধরে রাখতে পারেনি। অপরদিকে শুরুটা ভালো না হলেও পরপর ম্যাচ জিতে ছন্দে ফিরেছে মুম্বাই। আজকের ম্যাচে তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ভারতীয় ফুটবল প্রেমীদের। যদিও অনিরুদ্ধ থাপার না থাকাতে সামান্য হলেও সমস্যা হতে পারে চেন্নাইয়ানের। গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলায় পায়ের পাতায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।
আরও পড়ুন:-ন্যু ক্যাম্পে বার্সার দর্প চূর্ণ করলেন রোনাল্ডো, দুর্দান্ত খেলেও গোল করতে ব্যর্থ মেসি
আইএসএলে মুখোমুখি সাক্ষাতে অবশ্য সামান্য হলেও পরিসংখ্যান কথা বলছে চেন্নাইয়ানের হয়ে। এখনও পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৬ বার জিতেছে চেন্নাইয়ান এফসি। ৪ বার জিতেছে মুম্বই সিটি এফসি। দুই দলের মধ্যে অমীমংসিত ভাবে খেলা শেষ হয়েছে ২ বার। শেষ পাঁচ মোকাবিলায় ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে অভিষেক বচ্চনের দল।
মুম্বই সিটি এফসি :
গোলরক্ষক- অমরিন্দর সিং
রক্ষণ- মহম্মদ রাকিপ, মোর্তাদা ফল, হেরনান সান্টানা, ভিগনেশ দক্ষিণমূর্তি
মাঝমাঠ- আহমেদ জাহৌ, রাওলিন বর্জেস, বিপিন সিং
আক্রমণ- হুগো বওমাস, অ্যাডাম লা ফন্দ্রে
চেন্নাইয়ান এফসি :
গোলরক্ষক- বিশাল কাইথ
রক্ষণ- রিগান সিং, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়লা
মাঝমাঠ- দীপক টাংরি, রাফায়েল ক্রিভেয়ারো, ইসমা
আক্রমণ- লালিয়ানজুয়ালা ছাংগতে, এসমায়েল গঞ্জালেস, জাকুব সিলভেস্ত্রের।