দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দুটি কিডনির একটি বিক্রি করে দিয়ে অনেকসময় একটি কিডনি দিয়ে জীবন চালানোর চ্যালেঞ্জ বলিউডি সিনেমায় দেখা যায়। কিন্তু একটা মাত্র কিডনির সাহায্যে আন্তর্জাতিক স্তরে অ্যাথলেটিকসে সোনা জেতা যায় এই গল্প বোধহয় এর আগে কেউ শোনেনি
এই গল্পই শুনিয়েছে অঞ্জু ববি জর্জ তার টুইটার হ্যান্ডেলে। হ্যাঁ অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জ, যে ২০০৩ সালে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। ২০০৪ এথেন্স অলিম্পিক গেমস শেষ করেছিলেন পঞ্চম স্থানে। অলিম্পিকে ব্যর্থ হলেও ২০০৫ সালে মোনাকোতে আইএএএফ বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনালে সোনা জিতে নেয়।
অঞ্জু তার টুইটার হ্যান্ডেলে একটি মাত্র কিডনি সমেত লড়াইয়ের আখ্যান শোনান। তিনি বলেন যে, তখন সামান্য ব্যথা লাগলে একটা পেনকিলার নেওয়ার অবস্থাও ছিল না। কারণ সেটিও তার জন্য অ্যালার্জিক হয়ে উঠেছিল। কিন্তু অঞ্জু আন্তরিক অভিনন্দন জানায় ভারতীয় দর্শক, ক্রীড়া সংস্থাকে তার পাশে থাকার জন্য। আর ব্যক্তিগতভাবে উল্লেখ করেন তার কোচ ও স্বামী রবার্ট ববি জর্জের নাম। সেই নাকি এই সাফল্যের মূল মন্ত্রে তাকে দীক্ষিত করেন।
২০০২ বুসান এশিয়াড গেমসে যখন তিনি ৬.৫৩ মিটার লাফ দিয়ে সোনা জেতেন তখন থেকেই ক্রীড়া মহল তাকে নিয়ে অলিম্পিকের স্বপ্ন দেখতে শুরু করে। যদিও তিনি অলিম্পিকে ব্যক্তিগত রেকর্ড ব্রেক করেন কিন্তু পদক প্রাপ্তি থেকে দূরেই থেকে যান। অঞ্জুর টুইটের রিপ্লাইতে ইউনিয়ন মিনিস্ট্রির স্পোর্ট পার্সন কিসেন রিজিজু এই অ্যাথলেটের ভারতবর্ষকে বিশ্বপর্যায়ে নেতৃত্ব ও হার না মানা লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।