দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বুমরাহ এবং নটরাজন আইপিএল থেকে উঠে আসা ভারতের দুই তরুণ তুর্কি। বর্তমানে ভারতের জোরে বোলিংয়ের দায়িত্ব সামলানোর ভালো রয়েছে যাদের কাঁধে। একজন উঠে এসেছেন টিএনপিএল থেকে আর অপরজন উঠে এসেছেন মুম্বাই ইন্ডিয়ান্স থেকে। এক্ষেত্রে কোনো মিল না থাকলেও বড় মিল রয়েছে ইয়ার্কারে। অপরিচিত অ্যাকশন এবং ইয়ার্কার বুমরাহর প্রধান অস্ত্র এ আর কে না জানে। সেই একই আর কার কে অস্ত্র হিসেবে তৈরি করেছেন আরেক বাঁহাতি বোলার যার নাম থাংগারাসু নটরাজন। অল্প বয়সেই মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক বোলারের সঙ্গে তুলনায় উঠে এসেছিলেন তিনি। আর এই বছর বুমরাহর থেকেও বেশি ইয়ার্কার ডেলিভার করে আইপিএলে সকলের নজর কেড়ে নেন নটরাজন।
কিন্তু সেসব আপাতত অতীত, কারণ প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়ে নিজের যোগ্যতা সম্পূর্ণরূপে প্রমাণ করেছেন নটরাজন। নিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুটি, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টিতে যথাক্রমে তিনটি দুটি এবং একটি উইকেট তুলে নিয়েছেন নটরাজন। আর আপনি কি জানেন যশপ্রীত বুমরাহর সাথে এখানেই রয়েছে তার চঞ্চল্যকর মিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা নিজের প্রথম ওয়ানডেতে জেসসির উইকেট সংখ্যাও ছিল দুটি। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি পেয়েছিলেন যথাক্রমে তিনটি দুটি এবং একটি উইকেট। একজন বাঁহাতি বোলার যিনি বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারবেন তার খোঁজ অনেকদিন ধরেই চালাচ্ছিল ভারতীয় দল। কখনো মোহাম্মদ সিরাজ কখনো জয়দেব উনাদকাটের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালালেও সেভাবে সফল হতে পারেননি কেউই। সেই খোঁজ যে শেষ একথা বলার সময় হয়তো এখনো আসেনি কিন্তু, অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যে প্রদর্শন করেছেন নটরাজন তা যে বিরাট কোহলির বাঁহাতি বোলার সংক্রান্ত চিন্তা অনেকটাই কমাবে এ নিয়ে কোন সন্দেহ নেই।