দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআন্তর্জাতিক তথা সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পার্থিব প্যাটেল। মাত্র ১৭ বছর বয়সে ২০০২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় পার্থিবের। এরপর নিয়মিত ২০০৪ সাল পর্যন্ত ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।ভারতীয় দলের হয়ে ২৫টি টেস্টে ৯৩৪ রান করেন তিনি।রয়েছে ছটি অর্ধশতরানও। এর সাথে ৩৮ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭৩৬ রান।রয়েছে চারটি অর্ধশত রান। যদিও মহেন্দ্র সিং ধোনি আসার পরে তেমনভাবে আর ভারতীয় দলে সুযোগ পাননি পার্থিব। তবে ২০০৩ সালে বিশ্বকাপ রানার্সআপ দলেরও সদস্য ছিলেন তিনি। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আইপিএলে নিয়মিত চেন্নাই সুপার কিংস, ডেকান চার্জার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সহ বিভিন্ন দলের সদস্য ছিলেন পার্থিব প্যাটেল। আজ শেষ পর্যন্ত জার্সি তুলে রাখলেন “ঘরোয়া ক্রিকেটের পিতামহ ভীষ্ম”।
আইপিএলে নিয়মিত খেলার কারণে যথেষ্ট ভালো রেকর্ডের অধিকারী পার্থিব।১৩৯ টি আইপিএল ম্যাচে তার সংগ্রহ ২৮৪৮ রান। সর্বোচ্চ ৮১ রানের ইনিংস সহ রয়েছে ১৩টি অর্ধশতরানও। ভারতীয় দলের হয়ে শেষ পার্থিব প্যাটেল মাঠে নেমেছিলেন ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর আর ওয়ানডে দলে দেখা যায়নি পার্থিবকে।তবে ২০১৮ সালে টেস্ট দলে আরেকবার সুযোগ পান সাউথ আফ্রিকার বিরুদ্ধে।কিন্তু তেমন ভাল প্রদর্শন না করতে পারার জন্য বাদ পড়ে যেতে হয় তাকে। আজ সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি।
পার্থিব বলেন,”আজ ১৮ বছরের ক্রিকেট জীবন শেষ করার সিদ্ধান্ত নিলাম। সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছি। ১৭ বছর বয়স থেকেই ভারতীয় বোর্ড আমার ওপর ভরসা দেখিয়েছে,সে জন্য আমি কৃতজ্ঞ। তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে সাহায্য করেছে তার জন্যও আমি কৃতজ্ঞ। “
বাবা অজয় প্যাটেলকও এদিন ধন্যবাদ জানিয়েছেন পার্থিব।
পৃথিবীর অবসর ঘোষণার সাথে সাথেই তাকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানান অনিল কুম্বলে প্রজ্ঞান ওঝার মত বর্ষিয়ান ভারতীয় ক্রিকেটাররা। অনিল বলেন,”শুভেচ্ছা পিপি তোমার ফ্যান্টাস্টিক ক্রিকেট কেরিয়ারের জন্য। তোমার সাথে খেলা সত্যিই খুব সুন্দর অভিজ্ঞতা ছিল।এখনো সেই সমস্ত মুহূর্ত আমাদের আনন্দের কারণ হয়ে উঠবে। সেকেন্ড ইনিংসের জন্য তোমাকে শুভেচ্ছা। “
সতীর্থ প্রজ্ঞান ওঝা বলেন,”তোমার ফ্যান্টাস্টিক ক্রিকেট কেরিয়ারের জন্য তোমাকে শুভেচ্ছা। আগামী দিনগুলো আরো ভালো হোক। “