দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃরোহিত শর্মার চোট নিয়ে ইতিমধ্যেই জল্পনার অন্ত নেই ক্রীড়ামহলে।আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা কালীন মধ্যবর্তী সময়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। যদিও আইপিএলের ফাইনালে ব্যাট হাতে নেমে ছিলেন তিনি। কিন্তু এনসিএ মেডিকেল টিম তরফে জানানো হয় চোটের কারণে একদিনের সিরিজে এবং টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ায় দেখা যাবে না তাকে। তবে চোট সারিয়ে উঠতে পারলে টেস্ট সিরিজে খেলবেন রোহিত। আর সেই কারণেই অস্ট্রেলিয়া না পাঠিয়ে তাকে এমসিএ তে পাঠানো হয়। এরপর সামনে এসেছে রোহিত শর্মার বিতর্কিত বয়ান, তিনি নিজে জানিয়েছেন,তিনি সম্পূর্ণ ফিট এবং এ বিষয়ে বিসিসিআইকে তিনি জানিয়েছেন।তাই টেস্ট সিরিজে খেলার জন্য তিনি তৈরি।
কিন্তু মেডিকেল টেস্ট পাস করতে না পারার কারণে অস্ট্রেলিয়া সফরে যাওয়া পিছিয়ে যায় রোহিতের। সবশেষে কোয়ারেন্টাইন নিয়মের কারণে টেস্ট সিরিজে খেলা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ে তার। এরপরে এই বিষয়ে মুখ খোলেন হরভজন সিং, ভিভিএস লক্ষ্মণ সহ একাধিক ক্রিকেট তারকা। বিসিসিআইয়ের সাথে রোহিত শর্মার মিসকমিউনিকেশন নিয়েও সরব হন তারা। এবার এই তালিকায় যোগ দিলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। সংবাদ সংস্থা এএন আই কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “রোহিত যদি সম্পূর্ণ ফিট হয় তাহলে অস্ট্রেলিয়ার খেলা উচিত।”
এই বয়ানের পর আরো একবার নতুন করে শুরু হয়েছে জল্পনা। এখনো অস্ট্রেলিয়ায় পৌঁছতে পারেননি রোহিত শর্মা। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইন পর্ব কাটানোর পর চার দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে হবে তাকে। তাই এখনই অস্ট্রেলিয়া না পৌছালে টেস্ট সিরিজে মাঠে নামা অনিশ্চিত তার। একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচ রবি শাস্ত্রীও। যদিও বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়াকে রোহিতের কোয়ারেন্টাইন এর মেয়াদ কমানোর জন্য আবেদন করেছিল ঠিকই কিন্তু সেই সংক্রান্ত কোন আপডেট এখনো পাওয়া যায়নি। তাই শচীনের এই বয়ান যে যথেষ্ট প্রভাব ফেলবে তা নিয়ে কোন সন্দেহ নেই।