দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃটি-টোয়েন্টি ক্রিকেটে সেরা দশ ব্যাটসম্যানদের তালিকা প্রকাশ করল আইসিসি। আর সেই রাঙ্কিং তালিকায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় ব্যাটসম্যানকে পেরিয়ে গেলেন আরেক ভারতীয় তারকা। টি-টোয়েন্টি ক্রিকেটে ইদানিং কে এল রাহুলের ফর্ম যে দুরন্ত এ নিয়ে কোন সন্দেহ নেই। আইপিএল তো বটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ও একাধিক রেকর্ড রয়েছে কে এলের নামে। তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। শুধু তাই নয় আইসিসির তালিকা অনুযায়ী এবার তিনি পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকেও।টি-টোয়েন্টি ক্রিকেটের পুরুষদের তালিকায় শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন ডেভিড মালান। এই ইংরেজ তারকার বর্তমান পয়েন্ট ৯১৬।চমকপ্রদভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম তার সংগৃহীত পয়েন্ট ৮৭১। এই তালিকার প্রথম ভারতীয় হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন কে এল রাহুল। বর্তমানে তার ঝুলিতে রয়েছে ৮১৬ পয়েন্ট।সাম্প্রতিক ফর্ম অনুযায়ী আগামী দিনে এই তালিকায় তিনি আরো উপরের দিকে উঠে আসেন কিনা সে দিকেই নজর থাকবে সকলের।
এই তালিকার দ্বিতীয় ভারতীয় হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আপাতত তালিকার অষ্টম স্থানে রয়েছেন তিনি। তার সংগ্রহে রয়েছে ৬৯৭ পয়েন্ট। তবে সাম্প্রতিক অস্ট্রেলিয়ায় বিরাটের টি-টোয়েন্টি ফর্ম ছিল যথেষ্ট আশাব্যঞ্জক। তাই আশা করা যায় আগামী দিনে এই তালিকায় আরও উপরের দিকে উঠে আসবেন তিনি। এছাড়া তালিকার চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ, পঞ্চম স্থানে রয়েছেন সাউথ আফ্রিকার ভ্যান-ডার-ড্যুসেন ষষ্ঠ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো, সপ্তম স্থান দখল করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। নবম এবং দশম স্থানে থাকা খেলোয়াড় হলেন যথাক্রমে আফগানিস্তানের জাজাই এবং ইংরেজ তারকা ইয়ন মর্গ্যান।
তালিকায় রদবদল খুবই স্বাভাবিক তবে বিরাট কোহলি নিশ্চয়ই চাইবেন টি-টোয়েন্টি ক্রিকেটে আরো যোগদান বাড়াতে।