দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে প্রথম মরশুমে দুর্ভাগ্যজনক ভাবে একটুর জন্য হাতছাড়া হয়েছিল আইলিগ। কিন্তু আপামর লাল হলুদ সমর্থকদের মন জিতে নিয়েছিল স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। দ্বিতীয় মরশুমের শুরুটাও দুর্দান্ত করেছিল তার প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল। কিন্তু ২০২০ এর শুরুতে আচমকা ফর্মের পতন, তারপর ডার্বিতে হার, সব মিলিয়ে শেষটা দুঃসপ্নের মতো হয়েছিল লাল হলুদ সমর্থকদের প্রিয় আলে স্যারের।
চলতি বছরের শুরুতেই ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপর করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে এখন ফের কোচিংয়ে ফিরতে চলেছেন আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের আলবাসেটে বালোমপি-র কোচ হচ্ছেন তিনি। যে ক্লাবের অন্যতম মালিক আবার আন্দ্রেস ইনিয়েস্তা। সেই ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে আলেহান্দ্রোকে প্রধান কোচ হিসাবে নিয়ে আসার খবরটি। আপাতত চলতি মরসুমের শেষ পর্যন্ত দায়িত্বে আনা হয়েছে প্রাক্তন ইস্টবেঙ্গল কোচকে। তারপর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দায়িত্ব বাড়ানোর কথা ভেবে দেখা হবে।
স্পেনের এই দ্বিতীয় ডিভিশনের ক্লাবে ১৯৯৪ থেকে ১৯৯৬ অবধি ছিলেন বার্সেলোনা কিংবদন্তি ইনিয়েস্তা। খেলেছেন আলবাসেটে-র যুব দলে। অনেক বছর পরে যখন ক্লাবের আর্থিক অবস্থা চূড়ান্ত টালমাটাল তখন প্রথমে বড় পরিমাণ অর্থ দিয়ে এবং পরে ক্লাবের শেয়ার কিনে ক্লাবকে ফুটবলের মুলস্রোতে টিকে থাকতে সাহায্য করেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১১-১২ মরশুমে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছনো এখনও অবধি সবচেয়ে বড় কৃতিত্ব ক্লাবটির। সাম্প্রতিককালে একেবারেই বাজে অবস্থা তাদের। এখন দেখার প্রাক্তন ইস্টবেঙ্গল হেডকোচ তাদের সুদিন ফেরাতে পারেন কিনা।