দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজকে আইএসএলে মুখোমুখি হয়েছিল খেতাব জয়ের দৌড়ে দুই দল মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইয়ান এফসি। চোট থাকায় অনিরুদ্ধ থাপাকে ছাড়াই মাঠে নামতে হয় চেন্নাইয়ানকে। প্রথম ম্যাচটি জেতার পর টানা দুটি ম্যাচে জয় পায়নি তারা। ফলে অনেক বেশি মরিয়া ছিল চেন্নাইয়ান। অপরদিকে জয়ের রাস্তায় ফিরে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল মুম্বাই।
আরও পড়ুন:-ন্যু ক্যাম্পে বার্সার দর্প চূর্ণ করলেন রোনাল্ডো, দুর্দান্ত খেলেও গোল করতে ব্যর্থ মেসি
খেলা শুরুর ২ মিনিটের মধ্যে কর্ণার থেকে সহজ সুযোগ নষ্ট করে চেন্নাইয়ান। তার ঠিক ১ মিনিট পরেই দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগ নষ্ট করেন ছাঙতে। পর পর আক্রমণে উঠে এসে মুম্বাই ডিফেন্সকে নাড়িয়ে দিয়ে যায় চেন্নাইয়ান। তাদের খেলার রিদম ভাঙতে নিজেদের মাঝমাঠ ও রক্ষণ অঞ্চলে অনেক বেশি নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করতে থাকে মুম্বাই। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। চেন্নাইয়ানের প্রেসিংয়ের ফলে মাঝমাঠে পাস খেলা মুশকিল হয়ে ওঠে মুম্বাইয়ের পক্ষে। ফলে বেশ কিছুটা সময় জুড়ে এলোমেলোভাবে খেলা হতে থাকে। প্রথম ২০ মিনিটে বেশ কয়েকটা ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় কাসাবা লাজলোর ছেলেরা। ঠিক ২০ মিনিটে চোটের জন্য সিপোভিচ-কে তুলে জামশেদপুর থেকে এই মরশুমে চেন্নাইয়ানে আসা মেমো-কে নামাতে বাধ্য হয় চেন্নাই কোচ। ২৫ মিনিটে মুম্বাইয়ের লা ফন্দ্রের শট দুর্দান্তভাবে বাঁচান বিশাল কাইথ। প্রথমার্ধের শেষ দিকে ছাঙতে এক অসাধারণ দৌড়ে পুরো মুম্বাই ডিফেন্সকে ফাঁকি দিয়ে সেন্টার করেন। সহজ ট্যাপ ইনে গোল করেন সিলভেস্টার। গোটা প্রথমার্ধ জুড়ে বিপজ্জনক দৌড় এবং জায়গা পরিবর্তন করে বার বার মুম্বাই ডিফেন্সকে ভয়ংকর পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন ছাঙতে। তারই সুফল পায় চেন্নাইয়ান। কিন্তু প্রথমার্ধের একদম অন্তিম লগ্নে হুগো বুমোর কর্নার থেকে চেন্নাইয়ানকে গোল করে সমতায় ফেরান হার্মান সান্টানা। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই সতর্ক হয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে। ফলে খেলার গতি বেশ খানিকটা কমে যায়। বেশ কিছুক্ষণ কোনও ভালো চান্স তৈরি করতে পারেনি দুই দলই। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেওয়ার সহজ সুযোগ নষ্ট করেন চেন্নাইয়ানের সিলভেস্টার। তার দু মিনিট পরেই হুগো বুমোর ফ্লিক থেকে গোল করে যান লা ফন্দ্রে। চলতি টুর্নামেন্টে এটি ছিল মুম্বাই স্ট্রাইকারের চতুর্থ গোল। সুযোগ নষ্টের খেসারত দিতে হয় চেন্নাইকে। ৭৮ মিনিটে ছাঙতের দুর্দান্ত শট বাঁচান অমরিন্দর। চাপ বাড়াতে এরপর মুম্বাইয়ে নতুন যোগ দেওয়া অভিজ্ঞ স্ট্রাইকার ওগবেচে-কে নামান মুম্বাই কোচ লোবেরা। উল্টোদিকে মরিয়া হয়ে আক্রমণ শানাতে থাকে চেন্নাই। তবে ৮৬ মিনিটে পরিবর্ত হিসাবে নামা ইসমাকে বেরিয়ে যেতে হওয়ায় দুর্বল হয়ে পড়ে চেন্নাইয়ান। ম্যাচের শেষ লগ্নে মুম্বাইয়ের বিরুদ্ধে ওঠা জোড়ালো হ্যান্ডবল আবেদন নাকচ করে রেফারি। ম্যাচের অন্তিম লগ্নে ক্রিয়েয়ারোর হেড অল্পের জন্য বাইরে যায়। শেষপর্যন্ত ২-১ ফলে জিতে মাঠ ছাড়ে মুম্বাই।