দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার আগামী আইপিএল এবং ইংল্যান্ড সফরের জন্য ভারতবর্ষের মাটিকেই বেছে নিল বিসিসিআই। এ বছরের আইপিএল দুবাইতে হলেও বিসিসিআই আগেই জানিয়েছিল যে আগামী আইপিএলের জন্য তাদের প্রধান পছন্দ ভারত। করণা আবহের জন্য ভারতবর্ষে সেভাবে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বিসিসিআই। আর সেই কারণেই ১৩ তম আইপিএল হয়েছে দেশের বাইরে আরব আমিরশাহীতে। কিন্তু ঘরোয়া ক্রিকেটের হাত ধরে এবার ভারতবর্ষে ফিরেছে ক্রিকেট। তাই অস্ট্রেলিয়া সফরের পর আগামী ইংল্যান্ড সফরের জন্য ভারতবর্ষে প্রধান পছন্দ বিসিসিআইয়ের। আজ সে কথা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে।
যদিও আগামী ইংল্যান্ড সফরের জন্য দিনক্ষণ এখনো ঠিক হয়নি। অস্ট্রেলিয়া সফর শেষে ভারতীয় দল দেশে ফিরলে তবেই ইংল্যান্ড সফরের দিনক্ষণ জানাবে বিসিসিআই। আগামী আইপিএলে খেলতে চলেছে ১০ টি দল। তাই ভারতবর্ষে সেই আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও এমনটা শোনা যাচ্ছিল যে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে ভারত তার ঘরের মাঠের খেলা গুলি আয়োজন করতে পারে আরব আমিরশাহীতে। কিন্তু আপাতত সেই সংক্রান্ত খবরের আর কোনো অবকাশ নেই।
ইতিমধ্যেই বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন ,”আগামী ভারত সফরে ইংল্যান্ড চারটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারতের সঙ্গে। দুই দলের ম্যাচ করা অনেক সহজ আট, নয় বা দশ দলের ম্যাচ করার থেকে।” এবার সেই সূত্র ধরেই ঘরের মাঠকেই ইংল্যান্ড সফরের জন্য নিশ্চিত করলো বিসিসিআই। আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় দল। একদিনের সিরিজে পরাজিত হলেও টি-টোয়েন্টি সিরিজ ২-১ এর ব্যবধানে জিতে নিয়েছে তারা। এখন লক্ষ্য টেস্ট। প্রথম টেস্টের পর বিরাট কোহলি ফিরে এলে অধিনায়ক হিসেবে দেখা যাবে অজিঙ্কা রাহানেকে। এমনটাই খবর সূত্র অনুযায়ী। এখন টেস্ট সিরিজে ভারত কেমন ফলাফল করে সেদিকেই তাকিয়ে রয়েছে সারা বিশ্ব।