দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি মরশুমে পরপর তিনটি ম্যাচে হারের পর আজ আবার মাঠে নামছে ইস্টবেঙ্গল। একগাদা সমস্যায় জেরবার লাল হলুদ কোচ রবি ফাওলার। সামনে গোল করার লোক নেই, ডিফেন্সের অবস্থাও তথৈবচ। এর মধ্যে প্রাক্তনদের সমালোচনার বিরুদ্ধে প্রতিবাদও করেন ফাওলার। সব মিলিয়ে একটা চাপা অস্বস্তি বিরাজ করছে লাল হলুদ শিবিরে। একটা জয় সম্পূর্ণ আবহাওয়া বদলে দিতে পারে, কিন্তু আজ যে দলের বিরুদ্ধে খেলা, সেই জামশেদপুরের সাম্প্রতিক ফর্ম কিন্তু যথেষ্ট চিন্তার ইস্টবেঙ্গলের পক্ষে। লিথুয়ানিয়ান স্ট্রাইকার ভালস্কিসকে কিভাবে আটকানো হবে, সেই চিন্তায় এখন থেকেই রাতের ঘুম উধাও সমর্থকদের।
মরশুমের শুরুর তিন ম্যাচে জয় পায়নি জামশেদপুর। কিন্তু গত ম্যাচে দুর্দান্ত ভাবে ফর্মে ফিরে এসেছে তারা। ভালস্কিসের জোড়া গোলে ভালো ছন্দে থাকা এটিকে মোহনবাগানকে হারিয়ে চনমনে ওয়েন কোলের দল। তাদের বিরুদ্ধে জেতার ক্ষমতা এই মুহূর্তে আছে কিনা ইস্টবেঙ্গলের তা নিয়ে অনেকেই সন্দিহান। এখন দেখার এই পরিস্থিতি কাটিয়ে অলৌকিক কিছু করে দেখাতে পারে কিনা রবি ফাওলারের দল।
ইস্টবেঙ্গল সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক- দেবজিৎ মজুমদার
রক্ষণ- ইরশাদ, শাহনাজ, স্কট নেভিল
মাঝমাঠ- নারায়ণ, স্টেইনম্যান, পিলকিংটন, সামাদ
আক্রমণ- বিনীথ, জেজে, ম্যাঘোমা
জামশেদপুর সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক- টি পি রেহনেশ
রক্ষণ- লালদিনলিয়ানা রেন্থলেই, ইজে, পিটার হার্টলি, রিকি
মাঝমাঠ- এইতর মনরোয়, জ্যাকিচন্দ সিং, মোবাসির রহমান, আলেক্স, উইলিয়াম লালনুনফেলা
আক্রমণ- নেরিজাস ভালস্কিস