দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলে গেলেন পাওলো রোসি। চলে গেলেন ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারী। মৃত্যুকালে তার বয়স দাঁড়িয়েছিল ৬৪ বছর। প্রাক্তন জুভেন্তাস এবং এসি মিলান তারকা দেশের হয়ে মাঠে নেমেছিলেন ৪৮ বার। ৮২ বিশ্বকাপে সোনার বুট জয়ী স্ট্রাইকারের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে ইতালিয়ান টিভি চ্যানেল “রাই স্পোর্টস”। এই নির্দিষ্ট চ্যানেলেই শেষ কিছুদিন ক্রীড়া বিশ্লেষকের কাজ করেছেন।
নিজের বর্ণময় কেরিয়ারে দুটি সিঁরি আ এবং একটি কোপা ইটালিয়া জিতেছেন রোসি। এই সমস্ত খেতাবই তিনি জিতেছিলেন জুভেন্তাসের হয়ে খেলার সময়। এই ঘরোয়া ট্রফি গুলির সাথে সাথে তিনি ‘বায়ানকোনেরি’-দের হয়ে জিতেছেন ইউরোপিয়ান কাপ। দেশের হয়ে বিরাশির স্পেন বিশ্বকাপে ৬ গোল করে দেশকে এনে দিয়েছিলেন বহু আকাঙ্ক্ষিত চতুর্থ বিশ্বকাপ।
দেশের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৬ অবধি মাঠে নেমেছিলেন পাওলো রোসি। এই সময় তিনি ঘন নীল জার্সি গায়ে করেছিলেন ২০ টি গোল। পরিসংখ্যানগত দিক থেকে হয়তো তা মারাত্মক কিছু নয়, কিন্তু ইতালির লোকগাঁথায় পাওলো রোসি অমর হয়ে থাকবেন তার ৮২ বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে।
Paolo Rossi, Italy, 1982 World Cup