দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে যাবে কিনা তার চেয়েও বেশি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল যে ইউরোপা লিগে নেমে যাবে কি না, তা নিয়ে হিসাব নিকাশ। নতুন চ্যাম্পিয়নস লিগ ফরম্যাট আসার পর গ্রুপ পর্ব থেকে যে দল কখনো ছিটকে পড়েনি, তাদের ইউরোপায় নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। নেপথ্যে বেনজেমা, ভারানে-দের ধারাবাহিকতার অভাব।
কাল রিয়ালের বাঁচা-মরার ম্যাচে হিসাব ছিল সহজ। হয় বরুশিয়া মুনচেনগ্ল্যাডব্যাক বিপক্ষে জিততেই হবে। নইলে রিয়াল গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে। ড্র করলে তাকিয়ে থাকতে হবে গ্রূপের অন্য দুটি দলের ম্যাচের ফলাফলের দিকে। কিন্তু যাবতীয় দুর্ভাবনা কাটিয়ে মুনচেনগ্ল্যাডব্যাককে ২-০ ফলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠলো রিয়াল।
কাল রিয়াল রক্ষণে ফিরেছিলেন সার্জিও র্যামোস। বেনজেমা, রদ্রিগো ও ভিনিসিয়াসকে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। পেছনে লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, টনি ক্রুস ও ভাসকেজ। দু-একজন বাদে হতাশ করেননি কেউই। ১০ মিনিটের মধ্যে ডান প্রান্ত থেকে লুকাস ভাসকেজের ভাসানো বলে হেড করে রিয়ালকে প্রথম গোলটি এনে দেন বেনজেমা। ৩১ মিনিটে রিয়ালের গোলটিও এসেছে হেড থেকে। তবে বেনজেমার দ্বিতীয় গোলের ক্ষেত্রে রদ্রিগোর ক্রসটি ছিল দেখার মতো। ম্যাচে প্রায় পুরো সময়ই দাপট থেকেছে রিয়ালের। ২ গোলের ব্যবধান বেড়ে তা পাঁচ, ছয় গোলও হতে পারত যদি সবকটি সুযোগ কাজে লাগানো যেত। ম্যাচে বেনজেমা জোড়া গোল করলেও ম্যাচের আসল নায়ক ছিলেন লুকা মদ্রিচ। মাঝমাঠে দুর্দান্ত ফুটবল খেলেন ক্রোয়েশিয়ান অধিনায়ক।
Real Madrid, Karim Benzema, Luka Modrich, UEFA Champions League