দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলে আবার দেখা যাবে মিস্টার আইপিএল সুরেশ রায়নাকে।অন্তত এমনটাই নিজে জানিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে গত আইপিএল মরসুম থেকে নিজের নাম তুলে নেন সুরেশ। তারপর নিজেদের ওয়েবসাইট থেকেও তাকে সরিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। অনেকেই হয়তো ভেবেছিল, এবার শেষ হবে রায়নার আইপিএল কেরিয়ার। কিন্তু এখনো যে অন্তত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তিনি তা এদিন স্পষ্ট করে দেন সুরেশ। দেশের মাটিতে কিছুদিন পরেই শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি। ২০২১ সালের জানুয়ারি মাসেই আগামী সৈয়দ মুস্তাক আলীর মরশুম শুরু করবে বিসিসিআই। আর সেই টুর্নামেন্ট এই মাঠে ফিরতে চলেছেন এই বাঁহাতি তারকা।
রায়না জানিয়েছেন, শুধু তাই নয় উত্তরপ্রদেশ দলের অধিনায়কত্বও সামলাবেন তিনি। যদিও আগামী ২৪ ডিসেম্বরের এজিএমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। তবে এখনো পর্যন্ত সব ঠিকঠাক থাকলে মরসুম শুরু হতে চলেছে জানুয়ারি মাসেই। তার পরেই রয়েছে আইপিএলের মেগা অকশন। আর এই মেগা নিলামে আসার আগে সমস্ত বোর্ডই চাইছে তাদের খেলোয়াড়দের টি-টোয়েন্টি ক্রিকেটের প্রদর্শন সামনে রাখতে। আগামী মরসুমে চেন্নাই সুরেশ রায়নাকে দলে নেবে কিনা সে নিয়ে অবশ্য কোন মন্তব্য সামনে আসেনি ফ্র্যাঞ্চাইজি তরফে। তাই সম্ভাবনা থেকেই যাচ্ছে আবার হলুদ জার্সিতে রায়নার মাঠে নামার।
তবে তা নাহলেও তেমন অসুবিধা হয়তো হবেনা সুরেশ রায়নার জন্য। কারণ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুটি নতুন দল যোগ দিতে চলেছে পরবর্তী আইপিএল সিজেনে। তাই মনে হয় না দল পেতে সমস্যার মুখে পড়তে হবে মিস্টার আইপিএল রায়নাকে। তাছাড়া ব্যক্তিগত কারণে রায়না সরে দাঁড়ানোর পর তার অভাব যথেষ্টই বোধ করেছে চেন্নাই সুপার কিংস। সে কারণে তারাও হয়তো দলে রাখতে পারে সুরেশকে। এখন আগামী মরসুমের দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত ক্রিকেট ভক্তরা।