দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফুটবলের পর এবার ক্রিকেটে হার বাগানের। বেঙ্গল টি-টোয়েন্টি লীগে দুরন্ত প্রদর্শন করে তপন মেমোরিয়ালের বিরুদ্ধে ফাইনালে উঠেছিল মোহনবাগান। কিন্তু আইএসএলের পর আরো একবার পরাজয়ের বেদনা সহ্য করতে হলো বাগান সমর্থকদের।
ইডেনে এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার।শুরুতেই পরপর চার উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল তপন মেমোরিয়াল। স্কোরবোর্ডে তখন রয়েছে মাত্র ৪০ রান।মোহনবাগানের হয়ে পরপর দু’টি করে উইকেট তুলে নেন আকাশদীপ এবং রাজকুমার পাল। কিন্তু এর পরেই ম্যাচ ঘুরিয়ে দেন তরুণ শাহবাজ আহমেদ।আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নামা শাহাবাজ এদিন ছিলেন দুরন্ত ছন্দে। মাত্র ৪১ বলে দুটি চার ও চারটি বিশাল ছয়ের সাহায্যে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। যোগ্য সঙ্গ দেন কাইফ। মূলত তাদের সুন্দর ব্যাটিংয়ের জেরেই পঞ্চম উইকেটে ৭৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপে ম্যাচে ফিরে তপন মেমোরিয়াল। নির্ধারিত কুড়ি ওভার শেষে ৩৯ রানে অপরাজিত থাকেন কাইফ। তাদের দলগত স্কোর তখন ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান।
এরপর বল হাতে মাঠে নেমে শাহবাজের ঘূর্ণি যেন ঝড়ের মতোই আক্রমণ করেছিল বাগানের ব্যাটিংকে।নির্ধারিত ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন শাহবাজ।তার এই দুরন্ত বোলিংয়ের জেরেই ১৮ ওভারে ১১২ রানেই শেষ হয়ে যায় মোহনবাগানের ইনিংস। ব্যাট হাতে এদিন একাই লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ৩২ বলে চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৬ রানের লড়াকু ইনিংস খেললেও সেভাবে তার সঙ্গ দিতে পারেননি কেউই। তপন মেমোরিয়ালের হয়ে দুটি উইকেট তুলে নেন রমেশ প্রসাদ। একটি করে উইকেট পান গৌরব চৌহান, প্রয়াস রায় বর্মণ এবং বিকাশ সিংহ।ফলে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের গুরুত্বপূর্ণ ফাইনালে ৩৩ রানের বড় জয় তুলে নেয় তপন মেমোরিয়াল।
ম্যাচের সেরা শাহবাজ বলেন, “তপন মেমোরিয়ালের হয়ে এই টুর্নামেন্টে শুরু থেকেই ছন্দে ছিলাম। ম্যাচের আগের দিন চোট ছিল। তবে ফিজিও শুশ্রূষায় সেরে উঠে মাঠে নামি। আমাদের ইনিংসের শুরুটা ভাল হয়নি। তবে বোর্ডে ভদ্রস্থ রান ওঠার পর জানতাম জায়গায় বল করতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ রয়েছে।”
।