দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএল ২০২০-২১ মরশুমটা দুরন্ত ছন্দে শুরু করেছিল এটিকে মোহনবাগান। কিন্তু গত ম্যাচে জামশেদপুরের বিপক্ষে হার কৃষ্ণা-প্রবীরদের যেন দাঁড় করিয়েছে বাস্তবের সামনে। যে বাস্তব বলছে যে আইএসএলে কোনও দলকে হালকা ভাবে নিয়েই পস্তাতে হতে পারে। সত্যিই হয়তো গত ম্যাচে জামশেদপুরকে অতটা গুরুত্ব দেয়নি সবুজ মেরুণ শিবির। নয়তো যে দল টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে একটি গোলও খায়নি তারা একটা দল যারা তখনও অবধি প্রতিযোগিতায় কোনও ম্যাচে জয় পায়নি, তাদের বিরুদ্ধে অত সহজ গোল কিভাবে খেতে পারে। তবে এই হার সর্তক করবে তিরি, ম্যাকহাগ-দের। হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে জয়ের জন্য ঝাঁপাবে হাবাসের ছেলেরা।
তবে এই কাজটা মোহনবাগানের পক্ষে একেবারেই সহজ হবে না। কারণ তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। যদিও এখনও অবধি কেউই চলতি আইএসএল খেতাবের দৌড়ে হায়দরাবাদকে ফেভারিট বলে গণ্য করছে না, কিন্তু কয়েক মাস আগে বুরুশিয়া ডর্টমুন্ডের সাথে চুক্তিবদ্ধ হওয়া ক্লাবটি আইএসএলে নেমেছে অনেক পরিকল্পনা করে। এখনও অবধি তিনটি ম্যাচ খেলেও টুর্নামেন্টে হারের মুখ দেখেনি তারা। দলে আদিল, হোলিচরণদের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি রয়েছে লিস্টন কোলাকো, রোহিত দানুর প্রতিভাবান তরুণরা। আরিদানে, জোয়াও ভিক্টরের মতো বিদেশিরাও রয়েছেন ফর্মে। সব মিলিয়ে সবুজ মেরুন শিবিরকে যোগ্য টক্কর দিতে তৈরি মানোঅলো মার্কুয়েজের ছেলেরা।
আরও পড়ুন:-ফের জঘন্য রেফারিংয়ের শিকার ইস্টবেঙ্গল, গোলশূন্য ড্র করে ম্যাচ বাঁচালেন ইরশাদরা
এটিকে মোহনবাগান সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
অরিন্দম ভট্টাচার্য্য
রক্ষণ-
সন্দেশ ঝিঙ্গান, তিরি, কার্ল ম্যাকহাগ
মাঝমাঠ-
প্রবীর দাস, প্রীতম কোটাল, সুসাইরাজ, , প্রণয় হালদার, জাভি হার্নান্দেজ
আক্রমণ-
ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা
হায়দরাবাদ এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
সুব্রত পাল
রক্ষণ-
আশীষ, অনাইয়েন্ডিয়া, জোয়াও ভিক্টর, আকাশ মেহরা
মাঝমাঠ-
হিতেশ শর্মা, লুইস শাস্ত্রে, হোলিচরণ নার্জারি, মহম্মদ ইয়াসির, নিখিল পূজারী
আক্রমণ-
আরিদানে