দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শুরু হতে চলেছে আই লিগ। আইএসএলের মাঝেই যে আই লিগের নয়া মরশুমের শুভ সূচনা হবে, সেই ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিল এআইএফএফ। এবার সেই ইঙ্গিত সত্যি প্রমাণ করে প্রকাশিত হল আই লিগের ক্রীড়াসূচি। আগামী বছর ৯ জানুয়ারি শুরু হচ্ছে আই লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলার মহামেডান এফসি এবং প্রথমবার আই লিগ খেলতে নামা সুদেভা এফসি।
আরও পড়ুন:-ন্যু ক্যাম্পে বার্সার দর্প চূর্ণ করলেন রোনাল্ডো, দুর্দান্ত খেলেও গোল করতে ব্যর্থ মেসি
সকলেই জানে যে সাম্প্রতিক অতিমারীর জেরে এবার গোটা আইএসএল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গোয়াতে। তাই ফুটবল মাঠে বল গড়ালেও ভারতীয় কলকাতার মাঠে সেই আঁচ পড়েনি। টিভির পর্দাতেই চোখ রেখে ম্যাচের আনন্দ উপভোগ করতে হচ্ছে। কিন্তু আই লিগের হাত ধরেই কলকাতায় ফিরছে ফুটবল। সূচি প্রকাশিত হতেই জানা গেল যুবভারতীতে মহামেডানের সঙ্গে সুদেভা এফসির ম্যাচ দিয়েই শুরু আই লিগ। দুপুর ২টোয় শুরু হবে ম্যাচ। একইদিনে রয়েছে তিনটি ম্যাচ। ওইদিনই বিকেল চারটেয় পাঞ্জাব এফি ও আইজল এফসি মুখোমুখি হবে কল্যাণীতে। আর সন্ধে ৭টায় একই মাঠে গোকুলামের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সিটি এফসি।
এবার আর প্রতিটি দল নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না। আইএসএলের মতোই করোনা কালে বায়ো-বাবলের আওতায় থাকতে হবে খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের। সেই কারণেই এবার মোট তিনটি মাঠে আয়োজিত হবে লিগ। যুবভারতী ও কল্যাণীর পাশাপাশি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনেও ম্যাচের আয়োজন করা হচ্ছে। আপাতত প্রথম দশটি রাউন্ডের সূচি ঘোষিত হয়েছে। 1Sports এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যাচ। কলকাতার কাছে এই টুর্নামেন্ট একটি বড় পরীক্ষা। এখনও অবধি দেখা গিয়েছে গোয়া সফলভাবে আয়োজন করে চলেছে আইএসএলের মতো বড় প্রতিযোগিতা। সেখান থেকে আই লিগের সফল আয়োজন কলকাতার সুনামের পক্ষে অত্যন্ত জরুরি।