দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইতিমধ্যেই জানা গিয়েছিল আগামী ভারত ইংল্যান্ড সফরের দিন ঘোষণা করবে বিসিসিআই। এই সফরটি ভারতবর্ষেই করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার টুইট করে টেস্ট ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের সময় এবং তারিখ ঘোষণা করল বোর্ড।এই সিরিজে মোট পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ ও চারটি টেস্ট খেলবে ভারতীয় দল। কোভিড প্যানডেমিকের কারণে মূলত তিনটি মাঠেই খেলাবার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। প্রথম দুটি টেস্ট অনুষ্ঠিত হবে সদ্য তৈরি করা চেন্নাইয়ের মোতেরা স্টেডিয়ামে। এই টেস্ট সিরিজ শুরু হবে ৫ ফেব্রুয়ারি।দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে।২৪ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ তৃতীয় ও চতুর্থ টেস্টের আয়োজন করবে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম। এই চারটি টেস্ট ম্যাচের মধ্যে ২৪ তারিখ থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টেটি খেলা হবে গোলাপি বলে। কলকাতায় গোলাপি বলের টেস্ট বিপুল সফলতার পর এবার আমেদাবাদে গোলাপি বলের টেস্ট আয়োজন করতে চলেছে বোর্ড। গতবার অবশ্য বাংলাদেশের সাথে তেমন রোমাঞ্চকর লড়াই হয়নি। তবে এবার লড়াই হবে দুই মহারথীর মধ্যে।
এর পরেই ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ। ১২,১৪,১৬, ১৮ এবং ২০ মার্চ ৫ টি টি-টোয়েন্টিই আয়োজন করবে আমেদাবাদ। এরপরে ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম একদিনের ম্যাচ। এই সিরিজের জন্য ভারতীয় দল যাবে পুনে। সেখানে ইংল্যান্ডের সাথে ২৩,২৬ এবং ২৮ মার্চ হবে হাড্ডাহাড্ডি মোকাবিলা।
কাল বিসিসিআই এক টুইট বিজ্ঞপ্তিতে জানায়, “প্রথম পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে আমেদাবাদ এবং পরের তিনটি একদিনের ম্যাচ আয়োজন করবে পুনে।”এদিন বিসিসিআই তরফে আরো জানানো হয়, “দেশের বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই পুরো সফরের জন্য মাত্র তিনটি স্টেডিয়াম বেছে নিল বিসিসিআই। “
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানান,”বিসিসিআই সবার আগে প্লেয়ারদের স্বাস্থ্য এবং সুরক্ষার দিকে নজর দেবে। সকলেই সমস্ত সুরক্ষা বিধি মেনে চলছেন কিনা সেদিকে নজর রাখবে বিসিসিআই এবং ইসিবি মেডিকেল দল। বিশ্ব ক্রিকেটের এই দুই শক্তিধর দেশের মধ্যে দুরন্ত একটি প্রতিযোগিতা আয়োজন করতে দুই পক্ষই বদ্ধপরিকর। কোভিড-১৯ প্যানডেমিকের পরে ভারতের ঘরের মাঠে এটাই প্রথম দ্বিদলীয় সিরিজ। আশা রাখি ক্রিকেট ভক্তদের জন্য এই সিরিজ ভীষণ আনন্দদায়ক হবে।
অন্যদিকে ইসিবির পক্ষ থেকে সিইও টম হ্যারিসন জানান, “সারা বছরের অন্যতম একটি বড় আকর্ষণ হলো ভারত ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট সিরিজ এবং এই সিরিজ সবসময়ই বিশ্বব্যাপী ফ্যানেদের দৃষ্টি আকর্ষণ করে। আমরা সত্যিই আনন্দিত যেভাবে বিসিসিআই এর পুরো সফরটি আয়োজন করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দুই বোর্ড তরফে আলোচনার মাধ্যমে চেন্নাই আমেদাবাদ এবং পুনেতে কিভাবে জৈব সুরক্ষা ও অন্যান্য নিয়মগুলি পালন করা হবে তা দেখে নেওয়া হবে। “