দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টি-টোয়েন্টির পর এবার একদিনের ম্যাচে বোলারদের র্যাঙ্কিং তালিকা প্রকাশ করল আইসিসি। এর কিছু আগেই সেরা ব্যাটসম্যানদের তালিকাও প্রকাশ করেছে তারা। সেই তালিকায় যেমন শীর্ষস্থান দখল করেছেন দুই ভারতীয় তারকা বিরাট এবং রোহিত তেমনি বোলার তালিকাতেও অবশ্যই এগিয়ে রয়েছে ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহর নাম। তবে আপাতত ৭০০ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। মাত্র ২২ পয়েন্ট বেশি সংগ্রহ করে তালিকার প্রথম স্থান দখল করেছেন তারি মুম্বাই ইন্ডিয়ান্স সতীর্থ ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্থানের মুজিবুর রহমান। তার সংগৃহীত পয়েন্ট সংখ্যা ৭০১। ৬৭৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার ক্রিস ওক্স।
এই তালিকায় পঞ্চম স্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা জোরে বোলার কগিসো রাবাডা। তার ঝুলিতে রয়েছে ৬৬৫ পয়েন্ট। ষষ্ঠ ও সপ্তম স্থান দখল করেছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার হেজেলউড এবং পাকিস্তানের মোহাম্মদ আমির। সাম্প্রতিক ভারত অস্ট্রেলিয়া সিরিজের পর দুরন্ত বোলিংয়ের সুবাদে আপাতত ৬৬০ পয়েন্ট রয়েছে হেজেলউডের ঝুলিতে। অন্যদিকে আমিরের সংগ্রহ ৬৪৭ পয়েন্ট। অষ্টম এবং নবম স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তাদের ঝুলিতে রয়েছে যথাক্রমে ৬৪৬ ও ৬৪১। এই তালিকার শীর্ষস্থানটি দখল করেছেন ইংল্যান্ডের তারকা জোফরা আর্চার। আপাতত তার সংগ্রহে রয়েছে ৬৩৭ পয়েন্ট।