দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এই বছর প্রথমবার আইএসএল খেলতে নেমেছে এসসি ইস্টবেঙ্গল। এখনও অবধি ৪ টি ম্যাচ খেলে ফেলেছে রবি ফাওলারের দল। কিন্তু একবারও বিপক্ষের জালে বল জড়াতে পারেননি বলবন্ত, ম্যাঘোমা-রা। তার ওপর লোকেন মিতেই, ড্যানি ফক্সের মতো কয়েকজন ফর্মে থাকা খেলোয়াড়ের চোট, প্রতি ম্যাচে বাজে রেফারিংয়ের শিকার, সপ্তম বিদেশির অনুপস্থিতি, সব মিলিয়ে সমস্যায় জেরবার লাল-হলুদ শিবির।
আরও পড়ুন:- ফের জঘন্য রেফারিংয়ের শিকার ইস্টবেঙ্গল, গোলশূন্য ড্র করে ম্যাচ বাঁচালেন ইরশাদরা
এই অবস্থায় কাল জামদেশপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই জামশেদপুরই নিজেদের আগের ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা এটিকে মোহনবাগানকে মাটি ধরিয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল ৩ পয়েন্ট। গোলকিপার অরিন্দম ভট্টাচার্য্য রুখে না দাঁড়ালে আরও লজ্জা অপেক্ষা করছিল এটিকে মোহনবাগানের জন্য। এহেন প্রতিপক্ষের বিরুদ্ধে কাল ড্র করায় খুব বেশি অসন্তুষ্ট হয়নি লাল হলুদ সমর্থকরা।
রেফারির ভুল সিদ্ধান্ত আইএসএলের সব দলকেই ভোগাচ্ছে। তারমধ্যে ইস্টবেঙ্গলের খারাপ সময়ে রেফারির সৃষ্টিছাড়া সিদ্ধান্ত যেন তাদের তাড়া করে ফিরছে। নর্থইস্টের বিরুদ্ধে দুটি যোগ্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছিল তাদের। আর কালকের ম্যাচে বলে পা লাগানো সত্ত্বেও বিপক্ষের প্লে অ্যাকটিংয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লিংডোকে। তারপরে ম্যাচের ৭০ শতাংশ সময়ে ১০ জনে লড়াই করেও ইস্টবেঙ্গল যে এক পয়েন্ট আনতে পেরেছে, যেভাবে লড়াই করেছেন রফিক, স্টেইনম্যান, পিলকিংটনরা তা দেখে লাল হলুদ সমর্থকরা সন্তুষ্ট। অনেকেই ভরসা করে বলছেন একবার গোলের দেখা পেলে এই ইস্টবেঙ্গলই ফুল ফোটাবে। কালকের ম্যাচের ওই লড়াই আত্মবিশ্বাস জোগাবে গোটা ইস্টবেঙ্গল শিবিরকে।