দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃভারতীয় এনবিএ একাডেমি থেকে সদ্য গ্রাজুয়েট হয়ে রিয়ানসু নেগী সই করলেন ফ্লোরিডার বিখ্যাত স্পোর্টস স্কুল বিএমই- তে। নেগী চতুর্থ ভারতীয় অথলেট ছাত্র যে ভারতীয় এনবিএ একাডেমি থেকে শিক্ষা প্রাপ্ত করে আমেরিকা যুক্তরাষ্ট্রের বড় বাস্কেটবল প্রশিক্ষণ কেন্দ্রে সুযোগ পেয়েছে।
নেগী ২০১৭ সাল থেকে ভারতীয় এনবিএ একাডেমির সঙ্গে যুক্ত। ১৮ বছর বয়সী এই প্রতিরক্ষক ২০১৭ ও ২০১৮ সালের এনবিএ একাডেমিক গেমস, ২০১৭ সালের এনবিএ প্যাসিফিক ক্যাম্প এর মত বিভিন্ন বাস্কেটবল ক্যাম্পের সঙ্গে যুক্ত ছিলেন।
রিয়ানসু নেগীকে নিয়ে এনবিএ অফিসিয়াল টুইটার সাইটে লেখা হয়, “রিয়ানসু নেগী, একজন ভারতীয় এনবিএ একাডেমি স্নাতক, যোগ দিয়েছে বিএমই স্পোর্টস একাডেমিতে। এই ১৮ বছর বয়সী শুট রাক্ষককে অনেক শুভেচ্ছা রইল।”
এই প্রসঙ্গে নেগী বলেন, “বিএমই তে খেলার সুযোগ আমার কাছে একটি নতুন চ্যালেঞ্জ যা খেলোয়াড় হিসেবে আমায় আরো দৃঢ় করবে।”
তিনি আরো বলেন, ” আমি এনবিএ এর কোচিং স্টাফ ও আমার সকল সহ খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই কারণ তারা সব সময় আমায় এগিয়ে যেতে সাহায্য করেছেন।”
বিএমই হেড কোচ ওয়াম আলসওস বলেন, “বিএমই একাডেমি খেলোয়াড়দের ব্যক্তিগত ভাবে বেড়ে উঠতে সাহায্য করে। প্রত্যেকটা অথলেট ছাত্রই নিজের জন্যে একটা লক্ষ বেছে রাখে। আমাদের কাজ তাদের সেই লক্ষ্যে পৌঁছে দেওয়া।”