‘
দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সর্বকালের সেরা সাঁতারু বলে আধুনিককালে যার কথা মাথায় আসে তিনি হলেন মাইকেল ফেল্পস্। পঁয়ত্রিশ বছরের ফেল্পসের অলিম্পিক্স কেরিয়ারে উজ্জ্বল হয়ে আছে ২৩ টি স্বর্ণপদক। সেই ফেল্পসের অভিমত যে আগামী বছরে টোকিও তে হতে যাওয়া অলিম্পিক্সের আসরে আর অন্যবারের মতো রেকর্ডের ছড়াছড়ি হবে না।
ফেল্পসের মতে করোনাকালে যে একবছর পিছিয়ে গেছে অলিম্পিক্স তাতে সাঁতারের মতো আরো অনেক অ্যাথলেটিক্স যেগুলো শোলো গেমস্ সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানিয়েছেন, “যারা সেরা তারা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে কিন্তু রেকর্ডের ভাগীদার হতে পারবে বলে মনে হয় না”।
নিজের ব্যক্তিগত কেরিয়ার ৩৫টি ওয়ার্ল্ড রেকর্ডের মালিক আরো জানিয়েছেন যে, কেবলমাত্র করোনা সংক্রমণের জন্য অ্যাকাডেমি বন্ধ থাকা নয়, খেলোয়াড়দের মানসিক ভিতও অনেকাংশে ক্ষতির সম্মুখীন হয়েছে।
ফেল্পস্ এখন একটি বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত যাদের সঙ্গে তিনি মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাচ্ছেন। আমেরিকা ও দুনিয়া জুড়ে তারা খুদে খেলোয়াড়দের তুলে আনছে।
আমেরিকার অলিম্পিক্স কমিটির অন্যতম সদস্য হিসেবে ফেল্পস জানাচ্ছেন যে, আমেরিকা সবরকম ভাবে খেলোয়াড়দের প্রতি নজর রেখেছে। বিশেষত এই প্যান্ডেমিক সিচুয়েশনের তাদের শারীরিক ও মানসিক সুস্থতার খেয়াল রেখেছে। সঙ্গে তিনি এটাও জানান যে, এখনো অনেক মানুষ ভাবেন যে খেলার সঙ্গে শরীরের যোগাযোগ বেশি তাই শারীরিক বাহুবলই শেষকথা। কিন্তু একটি খেলোয়াড়ের মানসিক দিকটিকেও আমাদের গুরুত্ব দিতে হবে।
, ,