দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৩০ বছর বয়সী এক মহিলা কনস্টেবলকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল অর্জুন পুরস্কার বিজয়ী ভারতীয় অ্যাথলিটের বিরুদ্ধে। একাধিক জাতীয় পুরস্কার জিতেছেন ওই মহিলা অ্যাথলিটও। গত ৩ ডিসেম্বর বাবা হরি দাস নগর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন তিনি। এদিন তিনি অভিযোগ করেন দলের কোচ তথা ইন্সপেক্টর সুরজিৎ সিং এবং ডিআইজি চিফ স্পোর্টস অফিসার খজন সিংয়ের বিরুদ্ধে। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবরটি কে কেন্দ্র করে।অভিযোগকারিণী বলেন,”সুরজিৎ সিং এবং খজন সিং সিআরপিএফে মধুচক্র চালায়। মহিলা কনস্টেবলদের যৌন হেনস্থা করে তাদের সাগরেদ হিসেবেও ব্যবহার করে তারা।”
খজন সিং ইন্ডিয়ান অ্যাথলেটিক্সে যথেষ্ট পরিচিত নাম। সিওলে ১৯৮৬ সালের এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। এছাড়া দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াসম্মান অর্জুন পুরস্কারেও সম্মানিত করা হয় তাকে। এরপর থেকেই তিনি সিআরপিএফের উচ্চপদে পদোন্নতি করেন। মহিলা অভিযোগকারিণীও আন্তর্জাতিক এবং জাতীয় ক্ষেত্রে একাধিক পুরস্কার জিতে সুনাম অর্জন করেছেন। তাই তাঁর অভিযোগ যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে সব মহলই।আভ্যন্তরীণ তদন্তের জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে সিআরপিএফ। যদিও তার প্রতি আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খজন সিং।
এদিন অভিযোগকারী এও দাবি করেন যে এর আগেও ২০১৮ সালে জাতীয় মহিলা কমিশন এবং সিআরপিএফের উচ্চকর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু কোন লাভ হয়নি। অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী এবার তাই নড়েচড়ে বসেছে প্রশাসক মন্ডলী। ওই মহিলা অভিযোগে জানান,”২০১২ কাল আমি সেন্ট্রাল কুস্তি দলে যোগ দিই। তখন থেকেই আমার এবং অন্যান্য মহিলাদের ওপর যৌন হেনস্থা করত দলের কোচ সুরজিৎ সিং।খজনের নির্দেশেই কাজ করেন সুরজিৎ। দলের অন্যান্য মেয়েদের বাধ্য করেন খজনের সাথে সম্পর্ক গড়ে তুলতে। ওই সময় আমাকেও খজন সিং অশ্লীল মেসেজ পাঠানো শুরু করে। বিভিন্ন নম্বর থেকে বারবার ফোন করতে থাকে।”
মহিলা আরো অভিযোগ করেন ২০১৪ সালে অক্টোবর এবং নভেম্বরে বসন্ত কুঞ্জের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তিনদিন তাকে আটকে রাখে অর্জুন পুরস্কার বিজয়ী এই অ্যাথলিট খজন সিং এবং এই বন্দিদশায় বারবার তাকে ধর্ষণ করা হয়।